AITC MP Mahua Moitra: মাঝেমধ্যেই ভারত-বিরোধী, হিন্দু-বিরোধী, মতুয়া-বিরোধী মন্তব্য করে থাকেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। এবার তিনি দীপাবলি (Diwali 2025) উদযাপন নিয়ে কানাডার (Canada) এক ভারত-বিদ্বেষীর মন্তব্য সমর্থন করলেন।
KNOW
Diwali 2025: দীপাবলি উদযাপন নিয়ে ভারতীয়দের তীব্র অপমান করে 'ব্রেনডেড' বলা, দীপাবলিকে 'আবর্জনা' বলা কানাডার (Canada) এক চরম ভারত-বিদ্বেষী, বর্ণবিদ্বেষী, জাতিবিদ্বেষী ব্যক্তির মন্তব্যে সহমত পোষণ করলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)! NATE @CelticAshes 'এক্স' হ্যান্ডলে দেখা যাচ্ছে, এই ব্যক্তি কানাডার নোভা স্কটিয়া (Nova Scotia) প্রদেশের কেপ ব্রেটন দ্বীপের (Cape Breton Island) বাসিন্দা। এই 'এক্স' হ্যান্ডল থেকে নিয়মিত ভারত-বিরোধী পোস্ট করা হচ্ছে। অনেকেই সেই পোস্টগুলিতে ভারত-বিরোধী মন্তব্য করছেন এবং ভারতীয়দের দেশ থেকে বের করে দেওয়ার পক্ষে সওয়াল করছেন। তেমনই এক পোস্টে ভারতের একজন সাংসদের 'আমি সহমত' মন্তব্যকে অনেকেই ভালো চোখে দেখছেন না। বিজেপি-র পক্ষ থেকে কৃষ্ণনগরের সাংসদের এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হচ্ছে।
কী সাফাই মহুয়ার?
সোশ্যাল মিডিয়ায় তাঁর ভারত-বিরোধী মন্তব্যে সহমত পোষণের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর 'এক্স' হ্যান্ডলে মহুয়া লিখেছেন, ‘আমার ট্যুইটার ফিডে অনেক ভিডিও দেখাচ্ছিল। ন্যাটে নামে ওই বর্ষবিদ্বেষীর ভিডিওর নীচের ভিডিওতে আমি সহমত লিখতে গিয়েছিলাম। আমি ভ্রমণ করছিলাম। এখনও পর্যন্ত কিছু খতিয়ে দেখিনি। আমি সত্যিই ভুল করেছি। দুঃখিত ট্রোলস।’ মহুয়া কিছু খতিয়ে দেখেননি বলে দাবি করলেও, যে ভিডিওতে 'আমি সহমত' লিখেছিলেন, সেই মন্তব্য মুছে ফেলেছেন। রাজনৈতিক মহলের বক্তব্য, দেশজুড়ে বিতর্ক তৈরি হতেই তিনি ওই মন্তব্য মুছে ফেলেছেন এবং এখন আত্মপক্ষ সমর্থন করছেন। কিন্তু ভারত-বিরোধী মন্তব্য সমর্থন করার জন্য ক্ষমা চাননি। শুধু ওই মন্তব্য অস্বীকার করতে পারছেন না বলে দাবি করছেন ভুল করেছেন।
মহুয়ার তীব্র সমালোচনা বিজেপি-র
রাজ্য বিজেপি-র পক্ষ থেকে কৃষ্ণনগরের সাংসদের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয়েছে, ‘এই মহুয়া মৈত্রই একবার দেবী কালীকে মাংস ও মদের দেবী বলেছিলেন। তিনি বিশ্বাস করেন, ভারতের চেয়ে বাংলাদেশ ভালো। তিনি বিলাসবহুল ব্যাগের বিনিময়ে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করেছিলেন।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


