সংক্ষিপ্ত

সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম।

স্বাভাবিকের চেয়ে নিচেই রয়েছে পশ্চিমবঙ্গের তাপমাত্রার পারদ। উত্তুরে হাওয়ার আগাম প্রভাবে সমস্ত জেলাতেই তাপমাত্রা রয়েছে নিচের দিকে। আকাশের মেঘলা ভাব কেটে গেলেও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট রয়েছে অধিকাংশ জেলাতেই। ফলে, পারদ নামছে অনায়াসে।

১৬ নভেম্বর, বুধবার কলকাতার তাপমাত্রায় নিচের দিকেই রইল পারদ। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম। কমে গেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কমে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী আজ, পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশ মেঘমুক্ত থাকবে। কিছু কিছু জেলায় আকাশে হালকা মেঘের আনাগোনা দেখা যেতে পারে।

শৈলশহর দার্জিলিঙে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে কালিম্পঙ জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বুধবার জলপাইগুড়ি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কমে রয়েছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

বাঁকুড়া, বর্ধমান জেলায় তাপমাত্রার পারদ পতন গত কয়েকদিন ধরেই অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা আজ প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি কম তবে বেলা বাড়লে সেই তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সারাদিনে আকাশ মেঘলা থাকতে পারে।

দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগণা জেলায় আজ আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল, দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কমে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, এই জেলাতেও হালকা মেঘলা আকাশ দেখা যেতে পারে। দুই মেদিনীপুর জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বাংলার অধিকাংশ জেলাতেই আজ স্বাভাবিকের চেয়ে নিচের দিকে রয়েছে তাপমাত্রার পারদ। আপাতত রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে বলে আশা করা যাচ্ছে। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন-
ইউক্রেন সীমান্তে রাশিয়ার মিসাইল হামলা, পোল্যান্ডের গ্রামে পড়ে প্রাণ হারালেন ২ নাগরিক
কখনও সুন্দর পুরুষ, কখনও আবার সম্পত্তিশালী গৃহিণীদের টার্গেট, জেনে নিন ভারতের কুখ্যাত ১০ মহিলা সিরিয়াল কিলারের হাড়হিম করা গল্প
‘আগে স্কুল কলেজে কত কম নম্বর দিত’, ১০ লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে ট্যাব কেনার টাকা তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়