- Home
- West Bengal
- West Bengal News
- লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সুখবর! ভোটের আগেই টাকার সঙ্গে বাড়ছে উপভোক্তার সংখ্যাও
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সুখবর! ভোটের আগেই টাকার সঙ্গে বাড়ছে উপভোক্তার সংখ্যাও
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শুধু টাকার অঙ্কই নয়, একই সঙ্গে বাড়তে পারে উপভোক্তার সংখ্যা। সম্প্রতি তেমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সুখবর
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শুধু টাকার অঙ্কই নয়, একই সঙ্গে বাড়তে পারে উপভোক্তার সংখ্যা। সম্প্রতি তেমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার ইঙ্গিতের পরই জল্পনা
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাদলায় ইঙ্গিত দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। তিনি বলেছেন, 'আপনারা জানেন, আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত হয়েছে, যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান, তিনি সারাজীবন পাবেন। এই লক্ষ্মীর ভাণ্ডার আমার মা–বোনেদের। উত্তরোত্তর বৃদ্ধি পাবে। লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে' ।
বর্তমান প্রাপকের সংখ্যা
বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কারণে উপকৃত হন এই রাজ্যের ২ কোটি ২১ লক্ষ মহিলা। ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তার সংখ্যা বাড়িয়েছিল রাজ্য সরকার। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে বলেও অনুমান করছেন মহিলারা।
লক্ষ্মীর ভাণ্ডারে টাকা
বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। আর পিছিয়ে পড়া তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসে ১২০০ টাকা করে দেওয়া হয়
টাকার অঙ্ক নিয়ে জল্পনা
লক্ষ্মীর ভাণ্ডর প্রকল্পের টাকার অঙ্ক নিয়েও জল্পনা শুরু হয়েছে। অনেকেই বলছেন এবার এই প্রল্পেপ টাকা অঙ্ক বেড়ে হতে পারে ৩০০০ টাকা। কেউ আবার ২০০০ বা ২১০০ টাকাও বলছেন। যদিও নবান্ন এই বিষয়ে এখনও কিছুই বলেনি।
লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নাম থাকলে আর আলাদা করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না। সংশ্লিষ্ট মহিলার ৬০ বছর বয়স হয়ে গেলে নাম সরাসরি বার্ধক্যভাতার খাতায় উঠে যাবে।
দুয়ারে সরকার ক্যাম্প
রাজ্য সরকার চালু করেছে দুয়ারে সরকার ক্যাম্প। সেখানে নতুন করে আবেদন জানান যাবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। যারা এখনও এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেননি তারাও নাম নথিভুক্ত করতে পারেন।
২০২৬ সালে নির্বাচন
রাজ্য সরকার ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্য়ায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেনয ভোটের পর থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে প্রকল্পের টাকা বাড়ান হয়। তাই অনেকেরই আশা ২০২৬তে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা আবারও বাড়ান হতে পারে।
লক্ষ্মীর ভাণ্ডার সুনাম
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একাধিক রিপোর্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুখ্যাতি করা হয়েছে। বলা হয়েছে এই প্রকল্পের জন্য বাংলার মহিলাদের ক্রম ক্ষমতা বেড়েছে। এজাতীয় প্রকল্পে প্রয়োজন বলেও রিপোর্টে বলা হয়েছে।
অন্য রাজ্যে
এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্য দেখে অন্যান্য রাজ্যেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছে, তবে অন্য নাম দিয়ে। ওড়িশা চালু হয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস, বিজেপি আর আপ এজাতীয় প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে। তবে তাদের টাকার অঙ্ক অনেক বেশি। তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার অঙ্ক বাড়তে পারে বলেও অনুমান মহিলাদের।