সংক্ষিপ্ত
TMC News: কাঁথিতে উত্তেজনা কৃষি সমবায় ব্যাংকের ভোট ঘিরে। পরিচয় হীন ভোটার ঢোকানো ঘিরে বচসা। এই পরিস্থিতিতে বচষায় জড়ান রামনগরের বিধায়ক অখিল গিরি। আহত হয়ে বালিসাই হাসপাতালে ভর্তি তিনি (Akhil Giri)। ঘটনায়, তৃণমূলের তরফে দাবি, ভোটারদের ঢুকতে বাধা দিচ্ছিল
TMC News: কাঁথিতে উত্তেজনা কৃষি সমবায় ব্যাংকের ভোট ঘিরে। পরিচয় হীন ভোটার ঢোকানো ঘিরে বচসা। এই পরিস্থিতিতে বচষায় জড়ান রামনগরের বিধায়ক অখিল গিরি। আহত হয়ে বালিসাই হাসপাতালে ভর্তি তিনি (Akhil Giri)। ঘটনায়, তৃণমূলের তরফে দাবি, ভোটারদের ঢুকতে বাধা দিচ্ছিল পুলিশ। কারণ, তাঁদের কাছে আসল কোনও নথি ছিলো না। যদিও ব্যাঙ্ক থেকে দেওয়া ভোটের স্লিপ ছিল বলে জানা গিয়েছে। সেই সময় ভোট দিতে যেতে গেলে শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। অভিযোগ, পুলিশের হাতেই হেনস্থার শিকার হতে হয় রামনগরের বিধায়ককে।
এদিকে যাঁকে ঘিরে এতকাণ্ড সেই বিধায়কের অবশ্য দাবি, পুলিশি মদতেই কাঁথির সমবায় নির্বাচনে ভূয়ো ভোটার ঢোকানো হচ্ছিল। তিনি বাধা দিতে গেলে পুলিশের হাতে আক্রান্ত হন। খোদ তাঁকেই আক্রমণ করে পুলিশ। শুধু তাই নয়, অখিল গিরি আরও অভিযোগ করে
বলেন, ''পুলিশের লোকই আমাদের গায়ে হাত তুলেছে। ভোট দিতে আসা ভোটারদের বারবার হেনস্থা করা হয়েছে। জেরক্স কপি নিয়ে এসেছে বলে ভোট দিতে দিচ্ছে না। ব্যাঙ্কের কার্ডের কি মান্যতা নেই?'' আর এই বিষয়ে প্রতিবাদ করায় তাঁকে আক্রান্ত হতে হয় বলে জানিয়েছেন তিনি। বিধায়কের হাতে চোট লেগেছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে এই ঘটনায় পাল্টা বিজেপির (BJP Bengal) তরফে অভিযোগ করা হয়েছে যে, তৃণমূলের তরফেই ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। আসল ভোটারদের কাঁথির সমবায় ব্যাঙ্কের ভোটে ভোট দানে বাধা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল (TMC News)। অখিল গিরির আক্রান্ত হওয়ার খবরে মুখ খুলেছেন কঁথির বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী।
তিনি জানান, পুলিশের হাতেই তৃণমূল বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনা মোটেও ভালো খবর নয়। 'পুলিশই তো তৃণমূলের লোক' বলেও কটাক্ষ করেন তিনি। ঘটনা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে তার তদন্ত হওয়া দরকার বলেও জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী।
উল্লেখ্য, সমবায় নির্বাচন ঘিরে শনিবার সকাল থেকেই দফায় দফায় অশান্তির খবর মেলে কাঁথি, এগরা, রামনগর সহ একাধিক এলাকা। যদিও মোটের উপর ভোট শান্তিপূর্ণ ভাবেই মিটেছে বলে দাবি শাসক শিবিরের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।