উইক এন্ডে হোক কিংবা প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে যদি আপনার গন্তব্য হয় দীঘা। তাহলে দারুণ সুখবর রয়েছে শুধুমাত্র আপনার জন্য। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন।
Digha Special Train: উইক এন্ডে হোক কিংবা প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে যদি আপনার গন্তব্য হয় দীঘা। তাহলে দারুণ সুখবর রয়েছে শুধুমাত্র আপনার জন্য। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন। জানা গিয়েছে, এবার থেকে পাঁশকুড়া-দীঘা লাইনে একজোড়া স্পেশ্যাল লোকাল ট্রেন পরিষেবা মিলবে। ৯ এপ্রিল থেকেই মিলবে এই পরিষেবা। ফলে পয়লা বৈশাখের আগেই এই রুটের যাত্রীদের জন্য সুখবর দিলো রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে খবর, সামনেই পয়লা বৈশাখ। তার উপরে আসন্ন অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। ফলে স্বাভাবিক ভাবে এই সময়ে দীঘায় প্রচুর ভিড় থাকবে। ফলে তার আগে যাত্রীদের বাড়তি পরিষেবা দিতে ৯ এপ্রিল অর্থাৎ বুধবার থেকে শুরু হয়ে গেল পাঁশকুড়া-দীঘা লাইনে একজোড়া স্পেশ্যাল লোকাল ট্রেন পরিষেবা।
জানা গিয়েছে, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পাঁশকুড়া-হলদিয়া, দীঘা সাউথ ইস্টার্ন প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে রেল দফতরের কাছে অতিরিক্ত বিশেষ ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছিল। প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেই আবেদনে সাড়া দিয়ে বুধবার থেকেই পাঁশকুড়া-দীঘা লাইনে একজোড়া স্পেশ্যাল লোকাল ট্রেন চালু করল রেল।
কতদিন পর্যন্ত চলবে বিশেষ এই ট্রেন পরিষেবা?
রেল সূত্রে খবর, আগামী ৮ জুন পর্যন্ত মিলবে এই পাঁশকুড়া-দীঘা লাইনে একজোড়া স্পেশ্যাল লোকাল ট্রেন পরিষেবা। আরও জানা গিয়েছে, পাঁশকুড়া স্টেশন থেকে প্রতিদিন সকাল ১১টায় ট্রেনটি ছাড়বে। দুপুর ১টা ৫০ মিনিটে সেটি দীঘায় পৌঁছবে। এবং দীঘা থেকে দুপুর ২টো ৫০ মিনিটে ট্রেনটি ছাড়বে। পাঁশকুড়ায় পৌঁছবে বিকেল ৫টা ৩৫ মিনিটে।
উল্লেখ্য, পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার জন্য লোকাল ট্রেনের ভাড়া ৩০ টাকা এবং একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াতের জন্য ন্যূনতম ভাড়া ১০ টাকা। এই বিষয়ে, পাঁশকুড়া হলদিয়া দীঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সম্পাদক সরোজ ঘড়া বলেন, '' পাঁশকুড়া-দীঘা লাইনে যাত্রীদের সংখ্যা দিন দিন বাড়ছে। তার উপর ট্রেন কম থাকায় অতিরিক্ত চাপ পড়ে। তাই নববর্ষের আগে যাত্রী চাপ সামলাতে বাড়তি এই একজোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


