Purulia News: ঝড়বৃষ্টিতে ফের ব্রজপাতে মৃত্যু।  মাঠে পশু চরাতে গিয়ে মর্মান্তিক পরিণতি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

West Bengal News: ফের ব্রজপাতে মৃত্যু! বজ্রপাত কেড়ে নিল দুই তরতাজা কিশোরের প্রাণ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার কুচিয়া গ্রামে সিআরপিএফ ক্যাম্পের পাশে। জানা গিয়েছে, কুচিয়া গ্রামের বাসিন্দা শুসেন হেমব্রম (১৬) ও জয়ন্ত মর্মু (১৪) বজ্রপাতে গুরুতর আহত হয়। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় পশুচারনে গিয়েছিলো তাঁরা। তারপর থেকেই আর বাড়ি ফেরেনি। এরপর বাড়ির লোকজন খোঁজাখুজি করতেই গভীর রাত নাগাদ তাদের ফাঁকা মাঠ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই দুই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।

 অন্যদিকে, চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ নদীয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে। পরিবারের অভিযোগ ঠান্ডা লাগা শরীর খারাপ নিয়ে চার মাসের শিশুকন্যা আনিসা শেখকে হাসপাতালে নিয়ে এসেছিল তার পরিবার। ডাক্তার তাকে বেশ কিছু ওষুধ লিখে দেয় এবং রক্ত পরীক্ষার কথা জানায়। এরপর রক্ত পরীক্ষা করিয়ে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তারবাবু জানান শিশু কন্যার অবস্থা সংকটজনক। পরিবারের অভিযোগ তারপরেও হাসপাতালে ভর্তি না নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। বাড়িতে গিয়ে শিশুকন্যার অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা জানান অবস্থা খারাপ এরপর সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ শিশু কন্যার মৃত্যু হয়।

জানা যায় মৃত আনিসার বাড়ি নদীয়ার আমঘাটা এলাকায়। পরিবারের দাবি ডাক্তারের নির্বুদ্ধিতা এবং গাফিলতির কারণেই আজকে তাদের ছোট্ট শিশু কন্যাকে হারাতে হয়েছে তাদের। এ নিয়ে দিন হাসপাতালে ক্ষোভে ফেটে পড়ে রোগের পরিবার। তবে হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা। পরিবারের অভিযোগ ডঃ এম পাল তাদের শিশু কন্যার চিকিৎসা করছিলেন। যদিও এ বিষয়ে এখনও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও সদুত্তর পাওয়া যায়নি। ঘটনায় শোকের ছায়া পরিবারে।

অন্যদিকে, কসবা ল কলেজের আইনের ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় পুলিশের হাতে এলো বড় তথ্য। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মনোজিতের মোবাইলে মিলেছে নির্যাতিতা ছাত্রীর দেড় মিনিটের বিবস্ত্র ভিডিয়ো। এই বিষয়ে আগেই নির্যাতিতা ছাত্রী অভিযোগ করেছিলেন যে, তার ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল করত অভিযুক্ত মনোজিত। এবার তার সপক্ষে মিলল বড় প্রমাণ।

সূত্রের খবর, পুলিশ অভিযুক্তের ফোন থেকে নির্যাতিতার ভিডিয়ো, পাশাপাশি কলেজের সিসিটিভি ফুটেজও বাজেয়াপ্ত করেছে। কসবা গণধর্ষণকাণ্ডে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের সিট গঠন করল কলকাতা পুলিশ।অ্যাসিস্ট্যান্ট কমিশনার কলকাতা পুলিশ রবিন কুমার ঘোষালের নেতৃত্বে এই বিশেষ টিম কসবা কাণ্ডে তদন্ত করবে। কসবা কাণ্ডের পুন: গঠন করবে কলকাতা পুলিশ। কসবা কাণ্ডে মেডিকো লিগ্যাল পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখতে এই মেডিকো লিগাল পরীক্ষা করার সিদ্ধান্ত। নখের আঁচড় থেকে শুরু করে যাবতীয় প্রমাণ খুঁজে পেতে এই সিদ্ধান্ত।এদিকে,কসবাকাণ্ডে গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী। তার সঙ্গে সঙ্গে ধর্ষণকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৪।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।