সংক্ষিপ্ত
প্রথম দফার ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী কী কী করতে পারবে, কী কী করতে পারবে না (Dos and donts for CAPF) তা মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইও-র অফিস থেকে সব জেলা শাসক ও জেলা নির্বাচন অফিসারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হল ।
২০২১ সালের ভোটে শীতলখুচির একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনা তীব্র বিতর্কের সৃষ্টি করেছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয় তা পরবর্তী দফার নির্বাচন প্রক্রিয়াকেও প্রভাবিত করে বলে ধারনা অনেকের।
এবার গোড়া থেকেই এ ব্যাপারে সতর্কতা নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী কী কী করতে পারবে, কী কী করতে পারবে না (Dos and donts for CAPF) তা মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইও-র অফিস থেকে সব জেলা শাসক ও জেলা নির্বাচন অফিসারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হল ।
• কমিশন জানিয়ে দিয়েছে, ভোটার, পোলিং এজেন্ট, ভোট কর্মীরা যাতে নিয়ম মেনে চলেন সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে তাঁদের সঙ্গে যেন নম্রভাবে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সৌজন্যে যেন ঘাটতি না হয়।
• বুথে কোনও দুর্ঘটনা বা অনভিপ্রেত ঘটনা ঘটে গেলে দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ করতে হবে।
• ভোটাররা যাতে নির্ভয়ে ও অবাধে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে।