BJP Clash: সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্য়ায় পাল্টা সভা হিসেবে উত্তরপাড়ায় সভা করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কিন্তু তার সভা শেষ হতে না হতেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপাড়া। বিজেপির দুই গোষ্ঠী হাতাহাতি সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

দিলীপ ঘোষের সভার পরেই বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপাড়া মাখলা মন্ডল । অভিযোগ দিলীপ ঘোষের সভা থেকে বেরিয়ে এসে মাখলা মন্ডল অফিসের ভেতরই মন্ডল সভাপতি গৌতম মাঝির ওপর চড়াও হয় বিজেপির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষের অনুগামী বলে পরিচিত বুদ্ধদেব রায়চৌধুরী, অশোক রুদ্র, পার্থ দাস , শুভাশিস ঘোষ, জয় রং , বিনোদ পাশওয়ান, বিনোদ সাউ, প্রতাপ কুন্ডু সহ আরো বেশ কয়েকজন । রিভলবারের বাঁট, ইট , বাঁশ দিয়ে মারধর করা হয় মন্ডল প্রেসিডেন্ট গৌতম মাঝি সহ অরূপ দে, তাপস দে, রাজিব দেবনাথ কে ।

বিজেপির গোষ্ঠী সংঘর্ষ

মার ধরে আহত বিজেপি নেতাকর্মীরা, উত্তর পাড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন । মন্ডল সভাপতি গৌতম মাঝির আঘাত গুরুতর থাকায় তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করতে হয় ।

বিজেপিতেও কাটমানির অভিযোগ!

গুরুতর আহত মন্ডল সভাপতি গৌতম মাঝির অভিযোগ জেলা সভাপতি সুমন ঘোষ আদতে পয়সা খেয়ে দল যাতে না যেতে তার জন্য সমস্ত মণ্ডল এলাকায় গন্ডগোল বাঁধিয়ে রেখেছেন । তার লোকজনেরা আজ মণ্ডল অফিসে এসে মন্ডল সভাপতির পর থেকে গৌতমকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল । তিনি রাজি না হওয়ায় তাকে এবং দলের বেশ কয়েকজন পুরনো কর্মীকে ব্যাপক মারধর করা হয় । মাখলা মন্ডলের বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বাপ্পা মন্ডল এই ঘটনায় সরাসরি জেলা সভাপতি কে দায়ী করে তার পদত্যাকে দাবি করেছেন ।

মমতার সভার পাল্টা দিলীপের সভা

প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে সভার দিনই পাল্টা উত্তরপাড়া মাখালা এলাকায় সভা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । যদিও সেই সভায় মন্ডল কমিটির লোকজনরা অনুপস্থিত ছিলেন । তারপরেই ঘটে এই সংঘর্ষের ঘটনা । তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনায় কটাক্ষ করে বলা হয়েছে গোটা দল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত । এরা নাকি তৃণমূলের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে লড়াই করবে, বাংলার মানুষ সব দেখছে। শুভেন্দু ,সুকান্ত, দিলীপ, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত বিজেপি ঐক্যবদ্ধ তৃণমূল এবং রাজ্য সরকারের উন্নয়নের কাছে আগামী নির্বাচনে খরকুটোর মত ভেসে যাবে। এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা তারই লক্ষণ । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির শ্রীরামপুর সংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষের কোন বক্তব্য পাওয়া যায়নি ।