শনিবার মালদা থেকে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই মালদার পুলিশ প্রশাসনকে সতর্ক করল রেল। শনিবার উদ্বোধনে ট্রেনের চাকা গড়ানোর পরে তাতে পাথর ছোড়া হতে পারে।

শনিবার মালদা থেকে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই মালদার পুলিশ প্রশাসনকে সতর্ক করল রেল। শনিবার উদ্বোধনে ট্রেনের চাকা গড়ানোর পরে তাতে পাথর ছোড়া হতে পারে। গোপন সূত্রে রেলের কাছে এই খবর এসেছে। এরপরেই নিউ ফারাক্কা আরপিএফ-র তরফে কালিয়াচক থানাকে চিঠি লেখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য। রেলের দাবি, কামাক্ষাগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়া হতে পারে। প্রধানমন্ত্রীর উদ্দেশে কালো পতাকা দেখানোর কর্মসূচি নেওয়া হতে পারে। এর আগেও বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের সময়ে পাথর ছোড়ার অভিযোগ উঠেছিল। তাই এ বার উদ্বোধনের আগেই সতর্ক করেছে রেল।

রেলের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এমনটা আশঙ্কা করা হচ্ছে যে, মালদার কিছু সমাজবিরোধী দুষ্কৃতকারী মালদা, জমিরঘাটা, খালতিপুর, চামাগ্ৰাম, শংকোপাড়া, নিউ ফারাক্কা, বল্লালপুর, ধুলিয়ান, বাসুদেবপুর এবং টিলডাঙ্গা স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করার চেষ্টা করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কালো পতাকা প্রদর্শন করবে। অতএব, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য স্টেশন এলাকায় পর্যাপ্ত সংখ্যক অফিসার ও কর্মী মোতায়েন করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। এই বিষয়ে আপনার সদয় সহযোগিতা একান্তভাবে কাম্য।

আজ হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তাহে ৬ দিন আপ ও ডাউনে চলাচল করবে বন্দে ভারত স্লিপার। হাওড়া-কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনটি রাতে চলাচল করবে, যা সন্ধ্যায় শুরু হয়ে সকালে শেষ হবে। ট্রেনটি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। কামাখ্যা পৌঁছবে পরেরদিন সকাল ৮টা ২০ মিনিটে। অন্যদিকে, কামাখ্যা থেকে এই ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। হাওড়ায় পৌঁছবে পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে। দু'দিকের যাত্রাপথে এই ট্রেন থামবে মোট ১৩টি স্টেশনে। সেগুলি হল রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফারাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল। নিউ জলপাইগুড়ি ও মালদা টাউন স্টেশনে ১০ মিনিট এবং আজিমগঞ্জ স্টেশনে ৫ মিনিট দাঁড়াবে এই ট্রেন। বাকি স্টেশনগুলিতে ২ মিনিট করে দাঁড়াবে। সপ্তাহে ছ’দিন চলবে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস।

হাওড়া-কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনে ১৬টি কোচ থাকবে, যার মধ্যে ১১টি থ্রি-টিয়ার এসি কোচ, ৪টি টু-টিয়ার এসি কোচ এবং ১টি ফার্স্ট ক্লাস এসি কোচ রয়েছে। ট্রেনটির মোট যাত্রী ধারণক্ষমতা ৮২৩ জন, যার মধ্যে থ্রি-টিয়ার এসিতে ৬১১টি বার্থ, টু-টিয়ার এসিতে ১৮৮টি বার্থ এবং ফার্স্ট ক্লাস এসিতে ২৪টি বার্থ রয়েছে, যা যাত্রীদের জন্য বিভিন্ন ধরনের থাকার বিকল্প নিশ্চিত করে।