সংক্ষিপ্ত
ভাইরাল ভিডিওর বিষয়বস্তু হল একটি বাচ্চা ছেলে। সেই ছেলেটি যে কাণ্ডকারখানা ঘটিয়ে চলেছে, তার সমস্তটাই ধরা পড়েছে ওপরওয়ালার চোখে, অর্থাৎ ওপরে লাগানো সিসি ক্যামেরার নজরে।
ঋতু যেমনই হোক, পরিস্থিতি যা-ই থাকুক না কেন, সুন্দরী তরুণী দেখলেই পুরুষদের বুকের ভেতর উঠতে পারে কালবৈশাখীর উত্তাল ঝোড়ো হাওয়া। কবি থেকে শ্রমিক, অফিস থেকে পাড়া, বাস্তব থেকে পুরাণের গল্প, সর্বত্র তন্বী রমণীদের আসা-যাওয়ায় ধরাশায়ী হয়ে এসেছেন পুরুষরা। স্বয়ং দেবতারাও যে মোহ থেকে মুক্তি পাননি, সেই মোহে যে সাধারণ শিশুমনও আটকে যেতে পারে, তা একেবারেই অবাস্তব নয়। ঠিক যেমনটি ধরা পড়ল সোশ্যাল মিডিয়ার ভিডিওতে।
-
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে বেশ অবাক হচ্ছেন নেটিজেনরা। কারণ, সেই ভিডিওর বিষয়বস্তু হল একটি বাচ্চা ছেলে। সেই ছেলেটি যে কাণ্ডকারখানা ঘটিয়ে চলেছে, তার সমস্তটাই ধরা পড়েছে ওপরওয়ালার চোখে, অর্থাৎ ওপরে লাগানো সিসি ক্যামেরার নজরে। সেই সিসি ক্যামেরার ফুটেজেই ছেলেটিকে দেখা গেছে একটি মজাদার কাণ্ড করতে।
-
ভিডিওতে দেখা গেছে, একটি বিজ্ঞাপনে এক সুন্দরী তরুণীর ছবি। সেই ছবিটি দেখে ভালো লেগে যায় ছোট্ট ছেলেটির। সে তখন বড়দের মতো ওই সুন্দরীকে চুমু খেতে চায়। আশেপাশে কেউ তাকে দেখছে কিনা, সেটা পরখ করে নিয়ে সে ছবিটির কাছে যায় এবং পা উঁচু করে চকাস করে চুমু খেয়ে নেয়। কিন্তু, সে যে অতি ক্ষুদ্র, তার জন্য তাকে চুমু খেতে গিয়ে অনেকটা পা উঁচু করতে হয়। তবুও সে বুঝতে পারে যে, সে কিছুতেই তরুণীর ঠোঁট পর্যন্ত পৌঁছতে পারছে না।
-
কী করে ঠোঁট ছোঁয়া যায়, সেই কথা ভাবতে ভাবতে খানিকক্ষণ মাথা চুলকোতে দেখা যায় ছোট ছেলেটিকে। তারপর সে একটি ইট নিয়ে আসে, সেটির ওপর দাঁড়িয়ে ঠোঁটটি ছবির তরুণীর ঠোঁটের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনও ঠোঁট পর্যন্ত পৌঁছতে না পারায় সে দৌড়ে গিয়ে আরও একটি ইট নিয়ে আসে। এভাবে প্রায় ৩টি ইট একটির ওপর একটি বসিয়ে শেষ পর্যন্ত স্বপ্নসুন্দরীর ছবির ঠোঁটটি স্পর্শ করতে পারে ক্ষুদ্র শিশু। আর, এই জয়ের আনন্দে দু'হাত তুলে হাসতে দেখা যায় তাকে।
-