সংক্ষিপ্ত

সোমবার ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রমজান মাসে মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরিফ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে। রাজ্যে (West Bengal News) তৃণমূল (TMC News) ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার ফুরফুরায় যাবেন মমতা ব

কলকাতা: সোমবার ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রমজান মাসে মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরিফ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে। রাজ্যে (West Bengal News) তৃণমূল (TMC News) ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার ফুরফুরায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)।

রাজ্য সরকার ফুরফুরা শরিফে ধাপে ধাপে বহু উন্নয়নমূলক কাজ করেছে। সোমবার সেখানে গিয়ে সেসবের অগ্রগতি খতিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া সেখানকার পীরজাদার সঙ্গেও আলোচনার সম্ভাবনা। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী যাবেন বলে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ফুরফুরা শরিফকে। পুরো প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের কর্তারা উপস্থিত হয়েছেন ফুরফুরা শরিফে।

সূত্রের খবর, সরকারি উদ্দ্যোগে আয়োজন করা হচ্ছে ইফতার। সেইখানেই যোগ দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করতে পারেন ত্বহা সিদ্দিকির সঙ্গেও। এদিকে ফুরফুরা শরিফ আসচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে জল্পনার শেষ নেই। বিরোধীদের বক্তব্য রাজনীতি করতে সেখানে যাচ্ছেন মমতা। অপরদিকে, শাসকদল সেই অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। এই সবের মধ্যেই ফুরফুরা শরিফের পীরজাদা মুখ খুললেন জগন্নাথ মন্দির নিয়ে। তাঁর বক্তব্য জগন্নাথ মন্দিরের পাশাপাশি সেখানে যেন মসজিদ খোলার ব্যাপারেও চিন্তা-ভাবনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন ত্বহা সিদ্দিকি বলেন, “জনগণের টাকায় দিঘার জগন্নাথ মন্দির করা যাবে কি না যাবে এটা আমার জানা নেই। সরকারের টাকা খরচা করে ইফতার মজলিস করা যাবে কি না আমার জানা নেই। তবে আমাদের একটা দাবি আছে।” তিনি আরও বলেন, “দিঘায় জগন্নাথ মন্দির হোক আমিও চাই। আমি দিঘায় গিয়েছি। অনেক মানুষই যাতায়াত করেন। তাই ওইখানে জগন্নাথ মন্দির হচ্ছে তাতে আমিও খুশি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে ওইখানে শুধু হিন্দু ভাই নয়, মুসলিম ভাইয়েরাও যান। তাঁদের একটা মসজিদ কীভাবে করা যাবে, কোন পদ্ধতিতে করা যাবে, ওয়াকফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কি না এটাও ওঁকে চিন্তাভাবনা করার জন্য বলতে পারি।”

প্রসঙ্গত, অক্ষয় তৃতীয়ার দিনই উদ্বোধন হওয়ার কথা জগন্নাথ মন্দিরের। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বেশ কিছু বিষয় এখানে থাকছে। ভক্তদের জন্য থাকবে প্রশস্ত রাস্তা। প্রসাদের মধ্যে স্থানীয় মিষ্টির প্রাধান্য দেওয়া হবে। ২৯ এপ্রিল প্রাণপ্রতিষ্ঠা হবে। ২৮ এপ্রিল থেকে দিঘা শহরে কোনও গাড়ি চলাচল করতে পারবে না বলেও আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।