- Home
- West Bengal
- West Bengal News
- WB Heavy Rain Alert: রেকর্ড ভাঙা বৃষ্টিতে জলমগ্ন মহানগর, কবে থেকে কমবে জলযন্ত্রণা? রইল বিরাট আপডেট
WB Heavy Rain Alert: রেকর্ড ভাঙা বৃষ্টিতে জলমগ্ন মহানগর, কবে থেকে কমবে জলযন্ত্রণা? রইল বিরাট আপডেট
WB Weather Alert: একটানা ভারী বৃষ্টিতে জলযন্ত্রনায় নাকাল সাধারণ মানুষ। ঘরে-বাইরে দুর্ভোগ। কারণ, নিম্নচাপ সরলেও এখনও কমেনি বৃষ্টি। কতদিন চলবে এইরকম আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

বঙ্গে রেকর্ড ভাঙা বৃষ্টি
মঙ্গলবার সকাল থেকে একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন রাস্তাঘাট। প্রবল যানজটে একেবারে দুর্ভোগ চরমে। গত চব্বিশ ঘন্টায় রেকর্ড বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও শহরতলির একাধিক জেলা। বৃষ্টির ফলে আবহাওয়া অপেক্ষাকৃত ঠান্ডা হলেও দিনভর বৃষ্টিতে কাজে বেরিয়ে দুর্ভোগ চরমে।
কেমন থাকবে আজকের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ সরে ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখার প্রভাবে বৃষ্টি আজও হবে বাংলায়। বুধবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি রাজ্যের সাত জেলায়। মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ সরেছে ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকায়। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। এটি খুব ধীরে ধীরে ঝাড়খন্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে।
বাড়বে আরও বৃষ্টি
মৌসুমী অক্ষরেখা প্রয়াগরাজ ডালটনগঞ্জ হয়ে বাংলা ঝাড়খণ্ডের নিম্নচাপের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি অক্ষরেখা উত্তর-পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। এটি গুজরাট মধ্যপ্রদেশ ছত্রিশগড় এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে রয়েছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
বুধবার পশ্চিমের চার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দু এক পশলা হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কবে থেকে হাওয়া বদল?
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলাগুলির অল্প কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কতদিন চলবে ভারী বৃষ্টি?
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশীরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
বুধবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতি, শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা
রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।
কলকাতার আবহাওয়া
বুধবার মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বেলার দিকে আবহাওয়ার উন্নতি। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের তাপমাত্রা
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯৫ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৫০.৮ মিলিমিটার।

