- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সোমবার আবহাওয়ায় লাল সতর্কতা জারি
Weather News: আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সোমবার আবহাওয়ায় লাল সতর্কতা জারি
বঙ্গোপসাগরে আবার সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত, দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
- FB
- TW
- Linkdin
বঙ্গোপসাগরের ওপর সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে রবিবার রাত থেকেই আকাশ কালো করে ভারী বৃষ্টি হচ্ছে কলকাতায়।
সোমবার দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় অতি ভারী বর্ষণের আশঙ্কায় জারি করা হয়েছে লাল সতর্কতা।
সোমবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে।
বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে আগামি ২-৩ দিন তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ২-৩ দিন পর থেকে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হতে পারে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। সোমবারের পর উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। বুধবার থেকে উত্তরবঙ্গে আবার ফিরতে চলেছে মনোরম আবহাওয়া।