- Home
- West Bengal
- West Bengal News
- তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণাবর্ত, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ভাসবে বাংলার বহু জেলা
তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণাবর্ত, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ভাসবে বাংলার বহু জেলা
গরমের দাবদাহের পর দক্ষিণবঙ্গে স্বস্তির খবর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও রবিবার থেকে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
- FB
- TW
- Linkdin
)
কদিন ধরে চলছে গরমের দাবদাহ। এই গরম প্রাণ ওষ্ঠাগত সকলের।
তাপমাত্রা প্রায় ৪০ ছুঁইছুঁই। রাজ্যের সকল জেলার গরম ক্রমে বাড়ছে।
এরই মাঝে এল স্বস্তির খবর। এবার ভাসবে দক্ষিণবঙ্গের জেলাগুলো। হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
এদিকে আবার উত্তরবঙ্গেও বৃষ্টি বড়বে রবিবার থেকে। আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।
আজ বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি।
রবিরার থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। এমনই খবর আবহাওয়া দফতর সূত্রে।
রবিবার হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্ব নিম্ন থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আগামী সপ্তাহের শুরু দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার দক্ষিণের প্রায় সব জেলায় হতে পারে বৃষ্টি।
মধ্যপ্রদেশ, ছত্রিশগড় এবং উত্তরবঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হবে।
উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত থেকে বিহারের ওপর দিয়ে ছত্রিশগড় পর্যন্ত অক্ষরেখা আছে। এর কারণে প্রচুর জলীয় বষ্প ঢুকবে রাজ্যে। তার জেরে হতে পারে বৃষ্টি।