- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: ফ্যানের হাওয়ায় সরস্বতী পুজোর অঞ্জলি! শীতের লুকোচুরি খেলা আর কতদিন
Weather News: ফ্যানের হাওয়ায় সরস্বতী পুজোর অঞ্জলি! শীতের লুকোচুরি খেলা আর কতদিন
শীতকাল জুড়েই আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে। এক দিন গরম তো একদিন ঠান্ড। শীতের লুকোচুরি খেলা চলছেই। এই অবস্থায় শীত নিয়ে রীতিমত হতাশ করা পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।

শীতের লুকোচুরি
শীতকাল জুড়েই আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে। এক দিন গরম তো একদিন ঠান্ড। শীতের লুকোচুরি খেলা চলছেই। এই অবস্থায় শীত নিয়ে রীতিমত হতাশ করা পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।
ররিবার তাপমাত্রার পতন
গত কয়েক দিন ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ছিল। শনিবার হঠাৎ করেই তাপমাত্রা পতন হয় শনিবার রাত থেকে।
রবিবার ৩ ডিগ্রি কম
রবিবার সকালে হঠাৎ করেই একধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াল কমে গিয়েছিল কলকাতার তাপমাত্রা।
শীতের আমেজ শেষ!
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শীতের এই আমেজ আর বেশিদিন স্থায়ী হবে না কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিকে।
সোমবারের তাপমাত্রা
সোমবার , আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে।
তাপমাত্রা চড়বে
আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই সপ্তাহের শেষের দিকে কলকাতার তাপমাত্রা ২৯ ডিগ্রিতে পৌঁছে যাবে। বৃহস্পতিবার থেকে সপ্তাহের শেষ দিন পর্যন্ত তাপমাত্রা একই থাকবে।
শীত গায়েব হওয়ার কারণ
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত গায়েব হবে। পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বুধবার থেকেই তাপমাত্রা বৃদ্ধি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বুধবার থেকেই কলকাতা -সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়বে।
সপ্তাহ শেষে গরম বাড়বে
চলতি সপ্তাহের শেষ থেকেই গরম বেড়ে যাবে। অর্থাৎ সরস্বতী পুজোর সময় গরম থাকবে বলেও মনে করেছে অনেকে।
২ দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিনে ৩-৫ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। ২ ও ৩ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। কিন্তু সেই সময় তাপমাত্রা বাড়বে বলেও মনে করছে আবহাওয়াবিদরা।