- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প, দোসর জোড়া ঘূর্ণাবর্ত! আজ ফের বৃষ্টি?
Weather Update: বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প, দোসর জোড়া ঘূর্ণাবর্ত! আজ ফের বৃষ্টি?
আবহাওয়া অনেকটাই ঘুরে গিয়েছে। ঝড় বৃষ্টি নিমেষের মধ্যে নিয়ন্ত্রণে এনেছিল তাপমাত্রা। নববর্ষেও দুর্যোগ থাকবে বলেই পূর্বাভাস। জোড়া ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়া বইবে রাজ্যে।

সপ্তাহের শুরুতে কমতে পারে তাপমাত্রা। অর্থাৎ এই মুহুর্তে এপিলের দহনজ্বালা থেকে মুক্ত হতে চলেছে রাজ্যবাসী।
এদিকে টানা এহেন ঝড়-বৃষ্টির জেরে বাংলার তাপমাত্রা এক ধাক্কায় যেন বেশ খানিকটা কমে গিয়েছে ফলে স্বস্তি নেমেছে সকলের মধ্যে।
এই মুহূর্তে বায়ুমণ্ডলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যা উত্তর পূর্ব বিহারে অবস্থান করছে। এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশে।
তার উপর, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলত, ১৪ এপ্রিল, সোমবার পর্যন্ত বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, অসম এবং অরুণাচল প্রদেশে।
ঝোড়ো হাওয়া বইতে পারে বিহার এবং ঝাড়খণ্ডে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশে। ধুলোঝড় বইতে পারে রাজস্থানে।
শনিবারও, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে হালকা থেকে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে বেশি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে। সেখানে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে দুই দিনাজপুর ও মালদায়। আর এই তাণ্ডব চলবে আগামী সোমবার পর্যন্ত।

