- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, শুক্রবার জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া?
Weather News: গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, শুক্রবার জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামি কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী থাকবে গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রা।
| Published : Jan 05 2024, 06:59 AM IST
- FB
- TW
- Linkdin
জাঁকিয়ে শীতে গায়েব হয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই। উষ্ণ অস্বস্তিকর আবহাওয়া নিয়েই বর্ষবরণ করেছেন দক্ষিণবঙ্গের মানুষ। সেই খামখেয়ালি শীত দক্ষিণবঙ্গ থেকে আরও পিছিয়ে গেল বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামি কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী থাকবে গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রা।
আগামি ৩ দিন ধরে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।
তবে, বৃষ্টি হলেও তার পরিমাণ থাকবে খুবই সামান্য। সকালের দিকে প্রায় সমস্ত জেলাতেই ঘন কুয়াশা দেখা যেতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। আগামি ৩ দিন ধরে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং ও কালিম্পং জেলায় আকাশ প্রধানত মেঘলা থাকার সম্ভাবনা, তার সঙ্গে পার্বত্য অঞ্চলগুলিতে সামান্য বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশা দেখতে পাওয়া যাবে। আগামি ৩-৪ দিনে আবহাওয়ার কোনও বড়সড় হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।