- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সাইক্লোনের তাণ্ডব, ৯০ কিমি বেগে বইবে ঝড়, বাংলায় কি হবে বৃষ্টি?
Weather Update: কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সাইক্লোনের তাণ্ডব, ৯০ কিমি বেগে বইবে ঝড়, বাংলায় কি হবে বৃষ্টি?
Weather Update: আরব সাগরে সৃষ্ট সিস্টেমটি গভীর নিম্নচাপ হিসেবে স্থলভাগে প্রবেশ করেছে এবং আজ মঙ্গলবার শক্তি বৃদ্ধি করতে পারে। ২৮ এবং ২৯ মে শক্তি বাড়াবে এই নিম্নচাপ। বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। বাংলায় তিন দিন ধরে তাণ্ডব চলবে।

বাড়ছে সাইক্লোন শক্তি-র শক্তি। পূর্বাভাস অনুসারে, সোমবারের পর আজ মঙ্গলবার বাড়বে বৃষ্টি।
সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। দফায় দফায় হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। যদিও আন্তর্জাতিক আবহাওয়া মডেল ও আবহাওয়া বিজ্ঞানীদের মতে, আরব সাগরে তৈরি হওয়া সিস্টেমটি গভীর নিম্নচাপ হিসেবে প্রবেশ করেছে স্থলভাগে।
সূত্রে খবর, আজ মঙ্গলবার শক্তি বৃদ্ধি করতে পারে সাইক্লোন। এই সিস্টেম থেকে যতটা জলীয় বাষ্প বঙ্গোপসাগরের দিকে আসার কথা ছিল ততটা আসেনি।
এই মুহূর্তে উপস্থিত জলীয় বাষ্পের ওপর নির্ভর করেই তৈরি হতে চলেছে নিম্নচাপ। সঙ্গে অবশ্য আছে মৌসুমী বায়ু।
বিশেষজ্ঞদের মতে, শেষ পর্যন্ত গভীর নিম্নচাপ হিসেবে স্থলভাগে প্রবেশ করতে পারে এই সিস্টেম।
জানা যাচ্ছে, তিন দিন ধরে চলবে তাণ্ডব। ২৮ এবং ২৯ মে শক্তি বাড়াবে এই নিম্নচাপটি। তারপর কয়েকবার গতিপথ পরিবর্তন করে শেষমেশ বাংলাদেশের মংলা এবং ক্ষেপুপাড়ার কাছে স্থলভাগে প্রবেশ করতে পারে।
নিম্নচাপের প্রভাব বড়বে বাংলায়ও। সাগরদ্বীপ, ডায়মন্ড হারবার, কাকদ্বীপকে সমান্তরালে অতিক্রম করতে পারে।
২৮ থেকে ৩০ মে হতে পারে জলোচ্ছাস। সঙ্গে উপকূলীয় এলাকায় ঘন্টায় ৫০-৭০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। কখনও কখনও তা ৯০ কিমি ছুঁতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৩৫-৫৫ কিমি বেগে ঝড় হবে।
নিম্নচাপের প্রভাবে অতিভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, হুগলি, উত্তর ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ায়।
আঞ্চলিক ভাবে মিনি টর্নেডো দেখা যেতে পারে। হাইলাইট অঞ্চল হল সাগরদ্বীপ, কাকদ্বীর, নামখানা, পাথরপ্রতিমা, কুলতলি, গোসাবা, ক্যানিং, বাসন্তী, ডায়মন্ড হারবার, ফলতাতে।

