- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: সকালে তাপপ্রবাহের সম্ভাবনা, রাতে হতে পারে বৃষ্টি, দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
Weather Update: সকালে তাপপ্রবাহের সম্ভাবনা, রাতে হতে পারে বৃষ্টি, দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
Weather Update: পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে, তারপর কিছুটা স্বস্তি মিলবে। বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়।

ক্রমে বেড়ে চলেছে গরমের পারদ। এই সময় ফের তাপপ্রবাহের কারণে কয়টি জেলায় সতর্কতা জারি করল হাওয়া অফিস।
বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমান, পশ্চিন মেদিনীপুর এবং বীরভূম জেলাতে। তারপর মিলবে স্বস্তি।
বৃহস্পতি ও শুক্রবার কালবৈশীখীর সতর্কতাও জরি করা হয়েছে। আজ বিকেলের পর বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ,নদিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে।
বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনই জানিয়েছে হাওয়া অফিস।
আজ ভরী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।
বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-এও। সঙ্গে বইতে পারে।
গত ১৩ মে নিকোবর দীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশ ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ফলে হতে পারে বৃষ্টি।
আজ কলকাতায় বেলা বাড়লে গরম বাজবে। আজ পর্যন্ত থাকবে গরম। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি।
আজ সকালে পরিষ্কার আকাশ থারলেও রাতে বজ্রবিদ্যুৎ সহ বালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে।

