- Home
- West Bengal
- West Bengal News
- রবিবার থেকেই আবহাওয়ার ভোল বদল, কলকাতা-সহ এই জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি আগামী সপ্তাহে
রবিবার থেকেই আবহাওয়ার ভোল বদল, কলকাতা-সহ এই জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি আগামী সপ্তাহে
Monsoon 2025: দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিন বৃষ্টি কম হবে। কলকাতা-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কিন্তু আবহাওয়া বদলে যাবে রবিবার থেকেই।

নিম্নচাপ শক্তি হারিয়েছে
বিহারে নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে উত্তর-পশ্চিম দিকে খুব ধীরে এগোচ্ছে। দুটি অক্ষরেখা বিহারের উপর দিয়ে বিস্তৃত।
দুটি অক্ষরেখা
পূর্ব পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে রাজস্থান মধ্যপ্রদেশের ওপর দিয়ে বিহারের নিম্নচাপ এলাকা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। উত্তর-পূর্ব বাংলাদেশ থেকে গুজরাট পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিহারের নিম্নচাপের উপর দিয়ে বিস্তৃত।
মৌসুমী অক্ষরেখা
মৌসুমী অক্ষরেখা আগ্রা জয়পুর থেকে মানালি পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এর প্রভাবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে।
দক্ষিণবঙ্গে তিন দিন বৃষ্টি কম
দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিন বৃষ্টি কম হবে। কলকাতা-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
মঙ্গলবার বৃষ্টি বাড়বে
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলায়। শনিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
রবিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা
রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে। দুর্যোগের সম্ভাবনা রয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান নদিয়া উত্তর ২৪ পরগনা বীরভূম মুর্শিদাবাদ জেলাতে।
বাকি জেলায় বৃষ্টি
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাতে।
সোমবারের আবহাওয়া
সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাতে।
আগামী সপ্তাহে তিন দিন ভারী বৃষ্টি
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা ঝড়ো বাতাস সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া।
ভারী বৃষ্টি
মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে বাকি সব জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।
সোমবার পাহাড়ে বৃষ্টি
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওপরের পাঁচ জেলাতেই। পরদিন মঙ্গলবারেও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে।
সোমবার পাহাড়ে বৃষ্টি
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওপরের পাঁচ জেলাতেই। পরদিন মঙ্গলবারেও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে।
উত্তরবঙ্গে সতর্কতা
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সপ্তাহের মাঝে ফের ভারী বৃষ্টি দক্ষিণ বঙ্গে। এর ফলে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিংপং এ ধসের সম্ভাবনা লিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের নদীর জল স্তর ইতি মধ্যেই বেশ কিছু জায়গায় বিপদসীমার উপর দিয়ে হয়েছে। আগামী সপ্তাহে মাঝে ফের বৃষ্টি বাড়বে। আশঙ্কা নিচু এলাকা আরো বেশি করে প্লাবিত হতে পারে।

