- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: বিকেলের পর শান্ত হবে জেলা, প্রবল সম্ভাবনা ঝড় বৃষ্টির, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Weather Update: বিকেলের পর শান্ত হবে জেলা, প্রবল সম্ভাবনা ঝড় বৃষ্টির, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Weather Update: দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ ও আর্দ্রতার জন্য জনজীবন অতিষ্ঠ। হাওয়া অফিস জানিয়েছে, ১২ জুন পর্যন্ত বর্ষার কোনও সম্ভাবনা নেই। তবে, বুধবার বিকেলের পর থেকে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলায় চলছে তীব্র দাবদাহ। সঙ্গে চরম আর্দ্রতা। গরম ও অস্বস্তি মিলিয়ে নাজেহাল অবস্থা সকলের।
এদিকে জুন মাসের ১০ দিন অতিক্রম করলেও এখনও বর্ষার কোনও দেখা নেই। এই প্যাচপেঁচে গরমে অস্বস্তি ক্রমে বাড়ছে।
এরই মাঝে বর্ষার আগমন নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস। জানাল বর্ষা ঢুকতে এখনও দেরি।
সূত্রের খবর, আপাতত বর্ষার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ ও দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমি বায়ুর জন্য অনুকূল নয় বলে মনে করছে হাওয়া অফিস।
১২ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বর্ষার সম্ভাবনা নেই। এমনই অনুমান আলিপুর আবহাওয়া দফতরের। বর্ষা না ঢুকলেও হতে পারে ঝড় বৃষ্টি।
আজ বুধবার বিকেল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। বুধবারের বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে জেলায় জেলায়।
বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূন, মুর্শিদাবাদে।
আজ বিকেলের দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে।
বুধবার বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। আজ দিনভর থাকবে পরিষ্কার আকাশ। বিকেলের পর আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে, বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবেই।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি। আজ বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে।

