- Home
- West Bengal
- West Bengal News
- বিকেলের পর বদল হবে আবহাওয়ার, ১০ জেলায় হবে শিলাবৃষ্টি, জারি হল কমলা সতর্কতা
বিকেলের পর বদল হবে আবহাওয়ার, ১০ জেলায় হবে শিলাবৃষ্টি, জারি হল কমলা সতর্কতা
বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে এবং শনিবার বিকেলের পর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের ১০ টি জেলায় শিলাবৃষ্টি এবং ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার জন্য কমলা সতর্কতা জারি করেছে।

বুধবার থেকে বদল হতে শুরু করে আবহাওয়া। বৃহস্পতিতে শুরু হয়েছে বৃষ্টি। শনিবার সকাল থেকে তেমন বৃষ্টি হয়নি।
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানিয়েছে, শনিবার বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল হবে।
জানানো হয়েছে, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে হাওয়া।
দক্ষিণবঙ্গের ১০ জেলায় জারি হল কমলা সতর্কতা। আজ বিকেলের পর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।
দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, দুই বর্ধমানে হবে শিলাবৃষ্টি।
বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
তবে কম বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুরে।
জেলাগুলোতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বইবে ঝোড়ো হাওয়া।
দার্জিলিং ও কালিম্পং-সহ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হতে পারে তুষার পাত।
বৃষ্টি হলেও তাপমাত্রা যে খব কম হবে এমন নয়। জানিয়েছে আবহাওয়া দফতর।