- Home
- West Bengal
- West Bengal News
- রেকর্ড বৃষ্টি কলকাতায়, নিম্নচাপ না সরায় এখনই বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর
রেকর্ড বৃষ্টি কলকাতায়, নিম্নচাপ না সরায় এখনই বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর
Weather Update: রাতভর রেকর্ড বৃষ্টি কলকাতায়। এখনই বৃষ্টি থেকে রেহাই নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গের জন্য। ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

ভারী বৃষ্টি
সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত তা অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গ। তবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। তেমনই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রেকর্ড বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী কলকাতায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। সোমবার রাত ১০টা থেকে বৃষ্টি শুরু হয়েছিল। মঙ্গলবার ভোর পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। তবে সবথেকে জোরে বৃষ্টি হয়েছে রাত ২টো ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত। এই তিন ঘণ্টার বৃষ্টিতেই বিপর্যন্ত কলকাতা।
বৃষ্টির পরিমাণ ও কারণ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়া গত ২৪ ঘণ্টা বৃষ্টি হয়েছে ৯৮ মিলিমিটার। কলকাতায় বৃষ্টি হয়েছে ১৯৫ . ৬ মিলিমিটার। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের কারণ কলকাকা ও সংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পুঞ্জীভূত হয়েছিল। যার কারণেই বৃষ্টি।
মেঘ ভাঙা বৃষ্টি নয়
আলিপুর হাওয়া অফিস স্পষ্ট করে জানিয়েছে এটা মেঘভাঙা বৃষ্টি নয়। এটা মূলত জলীয় বাষ্প ও নিম্নচাপের বৃষ্টি। বৃষ্টির কারণে গোটা কলকাতা শহরই প্রায় রয়েছে দলের তলায়। একের পর এক পুজো মণ্ডপ বিধ্বস্ত হয়েছে। ব্যাহত হয়েছে ট্রেন, বাস, মেট্রো পরিষেবা। জলভেঙে হাঁটতে হচ্ছে নিত্য যাত্রীদের।
নিম্নচাপের অবস্থান
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান রয়েছে ওড়িশা সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় অবস্থান খুব একটা বদলাবে না। ধীরে ধীরে উত্তর-পশ্চিমে এগিয়ে যাবে। তারপরই দুর্বল হবে।
বৃষ্টির পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টি হবে পূর্ব মোদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

