- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, বুধবার আবহাওয়ায় পরিবর্তন কতটা?
Weather News: একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, বুধবার আবহাওয়ায় পরিবর্তন কতটা?
- FB
- TW
- Linkdin
কয়েকদিন হালকা মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টির পর প্রায় অনেকখানি নেমে গিয়েছে কলকাতার তাপমাত্রার পারদ।
শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেছে প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যান্য জেলাগুলিতে কলকাতার চেয়েও আরও বেশি নেমে গিয়েছে পারদ।
কম তাপমাত্রা নিয়েই বুধবার একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিঙের পাশাপাশি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কালিম্পং জেলাতেও।
তবে, উভয় জেলাতেই বৃষ্টি হলেও তার পরিমাণ থাকবে খুবই সামান্য। আপাতত বুধবারের পর আর বৃষ্টির সম্ভাবনা নেই।
বৃষ্টির পর আরও কমে যেতে পারে উত্তরবঙ্গের তাপমাত্রা। অন্যদিকে, কলকাতা শহরে তাপমাত্রার পারদ আপাতত একই রকম থাকবে।
দক্ষিণের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনও বড়সড় পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে, চলতি সপ্তাহে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।