- Home
- West Bengal
- West Bengal News
- Monsoon Update: দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, বৃষ্টি আরও বাড়বে এই দিন থেকেই
Monsoon Update: দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, বৃষ্টি আরও বাড়বে এই দিন থেকেই
- FB
- TW
- Linkdin
দক্ষিণবঙ্গে বর্ষা
অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে। কলকাতা ও পাশ্ববর্তী এলাকার আবহাওয়া বদলাতে শুরু হয়েছে।
কলকাতায় বৃষ্টি
সকালের দিকে ভ্য়াপসা গরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক পষলা বৃষ্টি হয়। তাতে কিছুটা হলেও স্বস্তি ফিরছে। আকাশ মেঘলা রয়েছে। আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টি
দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবারের পর থেকে বৃষ্টি বাড়বে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার বা রবিবারের পর থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। একটানা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।
পশ্চিমের জেলাগুলিতে
আজ থেকে পশ্চিমের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবা রয়েছে। তবে বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
অস্বস্তি থাকবে
বৃষ্টি হলেও এখনই অস্বস্তি থেকে মুক্তি নেই। আপাতত অস্বস্তি থাকলে দক্ষিণবঙ্গের সবকটি জেলায়। খুব গরম আর ভ্যাপসা গরমের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরে বৃষ্টি
উত্তরের জেলাগুলিতে এখনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে সেদিন ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরে ভূমিধস
টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। ইতিমধ্যেই কয়েকটি জায়গায় ধস নেমেছে।
তাপমাত্রা
বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার পরে কলকাতা সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে তাপমাত্রা হঠাৎ করেই অনেকটা গেছে।
বৃষ্টির ঘাটতি
হাওয়া অফিসের বার্তা অনুযায়ী এই রাজ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে প্রচুর। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঘাটতি রয়েছে। একই ছবি উত্তরে। শুধুমাত্র বেশি বৃষ্টি হয়েছে দার্জিলিং ও জলপাইগুলিড়ে।