- Home
- West Bengal
- West Bengal News
- ভাদ্রর পচা গরম আর কতদিন থাকবে? সপ্তাহের মাঝেই বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি
ভাদ্রর পচা গরম আর কতদিন থাকবে? সপ্তাহের মাঝেই বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি
Weather Update: গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়নি। লাফিয়ে লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। সপ্তাহের মধ্যেই বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি।
- FB
- TW
- Linkdin
- GNFollow Us

ভাদ্রার পচা গরম!
হয় খুব বৃষ্টি, না হয় ভ্যাপসা গরম। দিনভর মেঘ-রোদের লুকোচুরি। ঘরে বাইরে অতিষ্ট হওয়ার মত অবস্থা। দিনভর হাঁসফাস গরম বৃষ্টি না হলেই। আর বৃষ্টি হওয়ার সময় শীত শীত ভাব। আকাশের বাতাসে জানান দিচ্ছে এটাই শরৎকাল। কিন্তু বাঙালি অতিষ্ট আবহাওয়ার এই খামখেয়ালিপায়।
বৃষ্টিহীন কয়েক দিন
গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়নি। লাফিয়ে লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। কলকাতা সহ রাজ্যের প্রায় সর্বত্রই তাপমাত্রা উর্ধ্বগামী। এই অবস্থায় বৃষ্টি কবে আসবে সেই কথাই ফিরছে মানুষের মুখে মুখে।
কলকাতা তাপমাত্রা
আলিরপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি। তবে এদিনও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা কম। তবে বাড়তে পারে আপেক্ষিক আদ্রতা। অর্থাৎ অস্বস্তি বাড়়বে। তবে মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝো়ড়ো হাওয়া বইতে পারে।
বৃষ্টি ভিজবে যে জেলাগুলি
দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। বুধবার সংশ্লিষ্ট জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
শুক্রবারে হাওয়া বদল
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। কমতে পারে তাপমাত্রা। সেই সময়ই কিছুটা হলেও কমতে পারে অস্বস্তি। তবে এখনই পুরোপুরি অস্বস্তি কাটার মত পরিস্থিতি তৈরি হবে না বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

