- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: বিজয়া দশমী মিটতেই বঙ্গে হেমন্তের আগমন, ত্রয়োদশীতে কেমন থাকবে আবহাওয়া?
Weather News: বিজয়া দশমী মিটতেই বঙ্গে হেমন্তের আগমন, ত্রয়োদশীতে কেমন থাকবে আবহাওয়া?
বাংলায় এখনও ফুরফুরে দুর্গাপুজোর মেজাজ। ভাসান-নাচের পরেও আবহাওয়ায় শরতের ছোঁয়া। তারই মধ্যে আবহাওয়ায় বদলের ইঙ্গিত।
| Published : Oct 27 2023, 06:43 AM IST / Updated: Oct 27 2023, 07:12 AM IST
- FB
- TW
- Linkdin
)
বিজয়া দশমী কেটে গিয়ে আজ ত্রয়োদশী। কলকাতায় ভরপুর পূজা কার্নিভালের উন্মাদনা, তারই মধ্যে আবহাওয়ায় বদলের ইঙ্গিত।
)
ভাসান-নাচের পরেও আবহাওয়ায় অব্যাহত শরতের ছোঁয়া। তারই মধ্যে কড়া নাড়ছে হেমন্ত। শুক্রবার নতুন আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
)
কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আপাতত শুষ্কই থাকবে, বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সব জেলাতেই আকাশ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল।
)
কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
)
উত্তরবঙ্গেও আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে, আগামি কয়েকদিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
)
দার্জিলিং-জলপাইগুড়ি সহ সমস্ত পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রার কোনও বড়সড় পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।