- Home
- West Bengal
- West Bengal News
- Weather Updates: সাত জেলায় জারি হল সতর্কতা, তিন দিন ধরে চলবে তাপপ্রবাহ, ফের কবে বৃষ্টি?
Weather Updates: সাত জেলায় জারি হল সতর্কতা, তিন দিন ধরে চলবে তাপপ্রবাহ, ফের কবে বৃষ্টি?
Weather Updates: রাজ্য জুড়ে আগামী তিন দিন গরমের দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ক্রমে বেড়ে চলেছে গরমের পারদ। ইতিমধ্যে হাঁসফাঁস অবস্থা সকলের।
রাজ্য জুড়ে এই গরমের দাপট আরও বাড়বে বলে জানিয়ে দিল হাওয়া অফিস। আগামী তিন দিনের জন্য জারি হল সতর্কতা।
শনিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। গরমের সঙ্গে থাকবে অস্বস্তি। কলকাতাতেও থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
আজ বৃহস্পতি ও শুক্রবার চার থেকে পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।
এমনকী, উত্তরবঙ্গের জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে। তেমনই গরম বাড়বে দক্ষিণের জেলাগুলোতে।
বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়াতে। এই জেলাগুলোতে তাপমাত্রা থাকবে ৪০-র বেশি। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।
পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর তাপপ্রবাহ চলবে। কলকাতা সহ বাকি জেলাতেও থাকবে অস্বস্তি।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবারও বজায় থাকবে এই গরম। শুক্রবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহ চলবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও মুর্শিদাবাদে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। কলকাতায় বাড়বে গরম।
শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টি হতে পারে।
রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড় ও হাওয়া বইবে।

