- Home
- West Bengal
- West Bengal News
- West Bengal Weather: অকাল বর্ষায় ভেঙে গেল ১০ বছরের রেকর্ড! আবার রাজ্য জুড়ে হবে প্রবল বৃষ্টিপাত, গরম আবার আসছে কবে?
West Bengal Weather: অকাল বর্ষায় ভেঙে গেল ১০ বছরের রেকর্ড! আবার রাজ্য জুড়ে হবে প্রবল বৃষ্টিপাত, গরম আবার আসছে কবে?
West Bengal Weather: ভেঙে গিয়েছে বিগত ১০ বছরের রেকর্ড। মে মাসের শীতলতম রাত পড়ল ১লা মে। এপ্রিলেও গরম কোথায়? ভরা বৈশাখে যেন ফ্যান চালানোর উপায় নেই। গায়ে চাদর দিয়ে ঘুমাতে হচ্ছে রাতে।

ভেঙে গিয়েছে বিগত ১০ বছরের রেকর্ড। মে মাসের শীতলতম রাত পড়ল ১লা মে। এপ্রিলেও গরম কোথায়? ভরা বৈশাখে যেন ফ্যান চালানোর উপায় নেই। গায়ে চাদর দিয়ে ঘুমাতে হচ্ছে রাতে।
১ তারিখেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে রাজ্য জুড়ে। সারাদিন মেঘলা থাকার পরে বিকেলের পর ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি।
২রা মে-তেও আবহাওয়া অনেকটা একইরকম। সকাল থেকেই আকাশ একেবারে মেঘলা। রোদ ওঠেনি তেমন। আজও রয়েছে ঝড় জলের পূর্বাভাস।
২ রা মে-তেও বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকবে ঝোড়ো হাওয়া।
বলতে গেলে গ্রীষ্মকালেও এক্কেবারে নেমে এসেছে অকাল বর্ষা। অন্যদিকে সান্দাকফুতে পড়ছে বরফ।
সব মিলিয়ে হুট করে উধাও হয়ে গিয়েছে গরম। দীর্ঘ ১০ বছর পরে গরমে এমন আবহাওয়া দেখছে রাজ্যবাসী। তবে আগামী কয়েকদিনের মধ্যে কতটা বদলাবে আবহাওয়া তা নিয়ে এখনও কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

