Pirzada Md. Abbas Siddiqui: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের (2021 West Bengal Legislative Assembly election) আগে হঠাৎ রাজ্য রাজনীতিতে আলোচ্য ব্যক্তি হয়ে উঠেছিলেন পীরজাদা মহম্মদ আব্বাস সিদ্দিকি। ফের তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
KNOW
2026 West Bengal Legislative Assembly Election: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের (2021 West Bengal Legislative Assembly Election) আগে ব্রিগেডে জনসভা থেকে প্রচারে ঝড় তুললেও, শেষপর্যন্ত প্রার্থী হননি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) প্রতিষ্ঠাতা পীরজাদা মহম্মদ আব্বাস সিদ্দিকি (Pirzada Md. Abbas Siddiqui)। আগামী বছর ফের বিধানসভা নির্বাচন হতে চলেছে। এবার নিজে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন তিনি। বিশ্ব নবী দিবস উপলক্ষে ভাঙড় ১ নম্বর ব্লকের ঘটকপুকুরে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আয়োজিত এক ধর্মীয় সভায় আব্বাস বলেন, 'কেউ যদি জুলুম করে, তাহলে তার ঘাড়ে চেপে হলেও আমরা জুলুমের প্রতিবাদ করব। এটাই হল মূল বিষয়। এটা বলা দরকার। জুলুম খতম করার জন্য যদি আমাকেও প্রকাশ্যে নামতে হয়, তাহলে তাতে কোনও অসুবিধা নেই তো। নামাই যেতে পারে।' এই বক্তব্যের মাধ্যমেই আব্বাস বুঝিয়ে দিয়েছেন, তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেন।
শওকত মোল্লাকে তীব্র আক্রমণ আব্বাসের
ভাঙড়ের এই সভা থেকে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লাকে তীব্র আক্রমণ করে আব্বাস বলেন, 'শওকত মোল্লাকে আমি জাহান্নামের কুকুর বলে মনে করি। বেশি ঘাঁটাসনি, তোর ঘাড়ে এসে বসব, তখন দম নিতে পারবি না।' এই সভায় আইএসএফ কর্মী-সমর্থক ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি নজর কেড়ে নেয়। আব্বাস বিধানসভা নির্বাচনে লড়াই করার কথা বললেও, কোন কেন্দ্রে প্রার্থী হবেন, সে বিষয়ে কিছু জানাননি। তবে রাজনৈতিক মহলের একাংশের অনুমান, তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকেই প্রার্থী হতে পারেন।
শওকতকে 'চোর' স্লোগান
ঘটকপুকুরে আব্বাসের সভার আগে সেখান দিয়ে যাচ্ছিলেন শওকত। সেই সময় আইএসএফ কর্মীরা তাঁর গাড়ি ঘিরে ধরে 'চোর-চোর' স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে যান শওকত। পরে তিনি এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, 'এটা লজ্জাজনক ঘটনা। আব্বাস সিদ্দিকি ও নওশাদ সিদ্দিকি ভাঙড়ে আগুন জ্বালাতে চাইছে। কিন্তু আমরা সেই আগুন ঠান্ডা করব। তারা যে খেলা শুরু করেছে, তার শেষ করবে তৃণমূল কংগ্রেস।' এরপর শওকতকে আক্রমণ করলেন আব্বাস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


