All India Majlis-e-Ittehadul Muslimeen: বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে এআইএমআইএম। আগামী বছরের বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছে আসাদউদ্দিন ওয়েইসির দল।
Asadudin Owaisi: আগামী বছরের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2026) রাজ্যের সব আসনেই প্রার্থী দিতে চলেছে অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম (AIMIM)। রাজ্য়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে আসাদউদ্দিন ওয়েইসির (Asadudin Owaisi) দল। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও রাজ্যের বিভিন্ন আসনে প্রার্থী দিয়েছিল এআইএমআইএম। তবে তারা কোনও প্রভাব বিস্তার করতে পারেনি। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে মুসলিম অধ্যুষিত সাতটি আসনে প্রার্থী দেয় ওয়েইসির দল। তবে কোনও প্রার্থীই জয় পাননি। কিন্তু সেই ফলে হতাশ না হয়ে আগামী বছরের বিধানসভা নির্বাচনে ফের লড়াই করতে চাইছে এআইএমআইএম। রাজ্যের যে জেলাগুলিতে মুসলিম ভোটারের সংখ্যা বেশি, সেখানকার আসনগুলিতে ভালো ফলের আশা করছে ওয়েইসির দল।
পশ্চিমবঙ্গে সদস্য সংখ্যা বাড়াতে চাইছে এআইএমআইএম
এআইএমআইএম নেতা মহম্মদ ইমরান সোলাঙ্কি জানিয়েছেন, 'পশ্চিমবঙ্গে আমাদের প্রায় তিন লক্ষ সদস্য আছে। আমরা ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে শুধু মালদা ও মুর্শিদাবাদেই আমরা প্রায় দেড় লক্ষ ভোট পেয়েছিলাম।' আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে সদস্য সংখ্যা বৃদ্ধির চেষ্টা করছে এআইএমআইএম। এর জন্য একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে।
রাজ্যে ভালো ফলের লক্ষ্যে এআইএমআইএম
আগামী বছরের বিধানসভা নির্বাচনে ভালো ফলের বিষয়ে আশাবাদী এআইএমআইএম। এ প্রসঙ্গে সোলাঙ্কি বলেছেন, 'আমরা গত চার বছর ধরে নীরবে কাজ করে যাচ্ছি। আমরা আগামী বিধানসভা নির্বাচনে সব আসনেই প্রার্থী দিতে চাই। আমরা ব্লক স্তরে কাজ করা শুরু করেছি। গতবার বিধানসভা নির্বাচনে ফল ভালো না হলেও, এবার আমরা আশাবাদী। এবার আমরা ভালো ফল করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।' এআইএমআইএম সূত্রে জানা গিয়েছে, সদস্য সংগ্রহ করার লক্ষ্যে বিভিন্ন জেলায় বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। ইফতার পার্টিও আয়োজন করা হচ্ছে। ঈদের পর পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন ওয়েইসি। তিনি আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে একাধিক জনসভা করতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
