সংক্ষিপ্ত
বিজেপির আনা মুলতুবি প্রস্তাব প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান যে এটা রাজ্যের বিষয় নয়। ঘটনার পর থেকেই ফের গণ্ডোগোল শুরু হয় বিধানসভা চত্বরে।
তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর মোদী-শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাবাদে মঙ্গলবার রাজ্য বিধানসভায় মুলতুবি প্রস্তাব এনেছিল বিজেপি। এদিন বিজেপির সেই মুলতুবি প্রস্তাব খারিজ করল বিধানসভার স্পিকার। বিজেপির আনা মুলতুবি প্রস্তাব প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান যে এটা রাজ্যের বিষয় নয়। ঘটনার পর থেকেই ফের গণ্ডোগোল শুরু হয় বিধানসভা চত্বরে। স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন,'দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করা কী ভাবে রাজ্যের বিষয় নয়?' ক্রমেই কথা কাটাকাটি বাড়তে থাকে বিধায়কদের মধ্যে। বাকবিতন্ডায় জড়ান শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, চন্দ্রিমা ভট্টাচার্যরাও।
মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর 'দুর্যোধন-দুঃশাসন'র মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিধায়কের মন্তব্যকে কার্যত হাতিয়ার করেই ময়দানে নেমেছে বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সাবিত্রী মিত্রর মন্তব্যের প্রতিবাদে বিধানসভয় মুলতুবি প্রস্তাব জমা দেবে বিজেপি। রবিবার তৃণমূল বিধায়কের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কুকথা বলার জেরে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। সোমবারই ঘটনার বিরোধিতায় বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার কথা জানিয়েছিলেন। শুধু তাই নয় অগ্নিমিত্রা পাল-শ সমস্ত দলের মহিলা বিধায়করা নিন্দা প্রস্তাব আনবে বলেও জানানো হয়। মুলতুবি প্রস্তাবও পেশ করা হবে বলে সূত্রের খবর।
রবিবার মালদার রতুয়ায় দলীয় সভায় তৃণমূলের মহিলা বিধায় সাবিত্রী মিত্র বলেছিলেন,'মমতা বন্দ্যোপাধ্যায়কে শূর্পণখা বললে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন-দুঃশাসন বলব।' বিধায়কের এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় বইতে থাকে রাজ্য রাজনীতিতে। উল্লেখ্য এখানেই থামেননি তিনি। প্রকাশ্য সভায় ভারতের স্বাধীনতায় গুজরাটের কোনও ভূমিকা নেই বলেও উল্লেখ করেছেন তিনি। এর পর থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি।
আরও পড়ুন -
হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন দেখা করতে চান অমিত শাহ? ডিসেম্বরেই হবে বিশেষ বৈঠক