- Home
- West Bengal
- West Bengal News
- Mamata Banerjee: আরব আমিরশাহিতে মমতা বন্দ্যোপাধ্যায়, বঙ্গের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করার আহ্বান
Mamata Banerjee: আরব আমিরশাহিতে মমতা বন্দ্যোপাধ্যায়, বঙ্গের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করার আহ্বান
ধনী দেশটিতে আরও বেশি করে পণ্য রফতানি করতে চলেছে পশ্চিমবঙ্গ।
- FB
- TW
- Linkdin
এবার আরব আমিরশাহির সঙ্গে বাংলার যোগাযোগ আরও মজবুত করে তোলার উদ্যোগ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, এই ধনী দেশটিতে আরও বেশি করে পণ্য রফতানি করতে চলেছে পশ্চিমবঙ্গ। বাণিজ্যিক সম্পর্ক মজবুত হলে আখেরে বাংলার মানুষেরই লাভ হবে বলে মনে করা হচ্ছে।
স্পেন সফরের পর ৩ দিনের যন্য দুবাই সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার আরব আমিরশাহীর বৈদেশিক বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ুদির সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের সঙ্গে আরব আমিরশাহীর বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়েই হয়েছে আলোচনা।
বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ মোট যত পণ্য রফতানি করে, তার ১২ শতাংশই যায় আরব আমিরশাহীতে।
তিনি এও জানিয়েছেন, দেশের সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের আর্থিক বৃদ্ধি হার দ্রুততম। ২০২৩-২৪ সালে রাজ্যের জিডিপির পরিমাণ হতে চলেছে ২১ হাজার ২০০ কোটি আমেরিকান ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ লক্ষ ৫৮ হাজার কোটি টাকা)
২১ এবং ২২ নভেম্বর বাংলায় হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন।
সেখানে আমিরশাহীর মন্ত্রী এবং তাঁর নেতৃত্বাধীন দলকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা।