110
Image Credit : Getty

আগামী মাসে বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে, তার আগেই সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর

১২ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে। তার আগেই রাজ্যের লক্ষাধিক সিভিক ভলান্টিয়ারের জন্য সুখবর দেওয়া হল।

210
Image Credit : Getty

এতদিন সিভিক ভলান্টিয়ারদের ব্যাঙ্ক ঋণ পেতে সমস্যা হত, এবার তাঁদের সুবিধা হতে চলেছে

সিভিক ভলান্টিয়ারদের ব্যাঙ্ক ঋণ পাওয়ার সমস্যা দূর করছে রাজ্য সরকার। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে রাজ্য পুলিশের চুক্তি হয়েছে। এর ফলে সিভিক ভলান্টিয়ারদের পক্ষে ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া সহজ হবে।

310
Image Credit : Our own

সিভিক ভলান্টিয়ারদের দ্রুত ব্যাঙ্ক ঋণ পাওয়ার ব্যবস্থা করছে রাজ্য পুলিশ

ব্যাঙ্ক ঋণ পাওয়ার পদ্ধতি সহজ করে দেওয়ার জন্য রাজ্য পুলিশ যে উদ্যোগ নিয়েছে, তাতে সিভিক ভলান্টিয়াররা খুশি।

410
Image Credit : our own

রাজ্যে সিভিক ভলান্টিয়ারের সংখ্যা প্রায় ১ লক্ষ ৩০ হাজার, তাঁদের মুখে হাসি ফুটছে

রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, সারা রাজ্যে সিভিক ভলান্টিয়ারের সংখ্যা প্রায় ১ লক্ষ ৩০ হাজার। সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন ১০,০০০ টাকা। এই কারণেই তাঁদের ব্যাঙ্ক ঋণ পেতে সমস্যা হচ্ছিল।

510
Image Credit : our own

ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার জন্য যে শর্ত রয়েছে, সেগুলি পূরণ করতে পারেন না সিভিক ভলান্টিয়াররা

ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। সিভিক ভলান্টিয়ারদের পক্ষে সেই শর্ত পূরণ করা সম্ভব নয়। এই কারণেই এতদিন তাঁরা ব্যাঙ্ক থেকে ঋণ পাচ্ছিলেন না।

610
Image Credit : Our own

ব্যাঙ্ক থেকে ঋণ না পেয়ে চড়া সুদে ঋণ নিতে হচ্ছিল সিভিক ভলান্টিয়ারদের, এই কারণেই নতুন উদ্যোগ নিল রাজ্য পুলিশ

ব্যাঙ্ক থেকে ঋণ না পেয়ে বিভিন্ন প্রয়োজনে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছিলেন সিভিক ভলান্টিয়াররা। তাঁদের এই সমস্যা দূর করার জন্যই এবার নতুন উদ্যোগ নিল রাজ্য পুলিশ।

710
Image Credit : Getty

রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী হওয়ায় স্যালারি অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও ব্যাঙ্ক থেকে ঋণ পাচ্ছিলেন না সিভিক ভলান্টিয়াররা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সিভিক ভলান্টিয়ারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। কিন্তু এতদিন সেই ব্যাঙ্ক থেকে ঋণ পাচ্ছিলেন না সিভিক ভলান্টিয়াররা।

810
Image Credit : our own

সিভিক ভলান্টিয়ারদের ঋণ সংক্রান্ত জটিলতা দূর করতে নতুন স্যালারি অ্যাকাউন্ট

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে চুক্তি বাতিল করেছে রাজ্য সরকার। সিভিক ভলান্টিয়ারদের জন্য নতুন স্যালারি অ্যাকাউন্ট করা হচ্ছে।

910
Image Credit : stockPhoto

সিভিক ভলান্টিয়ারদের ঋণের জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে চুক্তি রাজ্য সরকারের

সিভিক ভলান্টিয়ারদের ঋণ সংক্রান্ত জটিলতা দূর করার জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করেছে রাজ্য সরকার।

1010
Image Credit : Getty

সিভিক ভলান্টিয়াররা যাতে ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন, সেই ব্যবস্থা করছে রাজ্য সরকার

নবান্ন সূত্রে খবর, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি অনুযায়ী, সিভিক ভলান্টিয়াররা এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। তবে এর জন্য তাঁদের জমি বা বাড়ির দলিল জমা রাখতে হবে।