সংক্ষিপ্ত
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কট করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীকে ‘লেডি ম্যাকবেথ’ বলে কটাক্ষও করেছেন রাজ্যপাল। তিনি বলেছেন, 'বাংলার মানুষ যখন আন্দোলন করছেন, তখন রাজ্যপাল হিসাবে আমি মুখ ফিরিয়ে থাকতে পারি না। বাংলার সমাজের পাশে দাঁড়িয়ে আমি স্থির করেছি, মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করব। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও সরকারি মঞ্চে থাকব না। কোনও সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যুক্ত থাকলে, সেখানে আমি থাকব না।' রাজ্যপালের এই মন্তব্যের পাল্টা আক্রমণ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কয়েক মাস আগে রাজভবনের এক মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। সে কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ কটাক্ষ করেছেন, 'রাজ্যপালের বিরুদ্ধে যে কুৎসিত অভিযোগগুলি রয়েছে, তাতে তো তাঁকেই সামাজিক ভাবে বয়কট করা উচিত।'
আর জি করের ঘটনা নিয়ে আক্রমণ রাজ্যপালের
আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে ভিডিও-বার্তায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে রাজ্যপাল বলেছেন, 'সমাজের এবং নির্যাতিতার বাবা-মায়ের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। নবান্ন সত্যি ঘটনা মুছে ফেলতে পারে না। আপনি কাউকে কাউকে কখনও কখনও বোকা বানাতে পারেন, কিন্তু সবাইকে সবসময় বোকা বানাতে পারবেন না।'
মুখ্যমন্ত্রীকে তোপ রাজ্যপালের
মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে রাজ্যপাল বলেছেন, 'রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছেনস্বরাষ্ট্রমন্ত্রী। তিনি রাজ্যে আইনের শাসন বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনিই স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিই মুখ্যমন্ত্রী। তিনি সকলকে রক্ষা করার বদলে প্রতিবাদে নেমেছেন।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
চিকিৎসকদের হেফাজতে নিয়ে জেরা করা উচিত, কোন্নগরের যুবকের মৃত্যুর ঘটনায় আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
কী হবে আন্দোলনের পথ? নবান্ন থেকে ফিরে স্বাস্থ্যভবনে আলোচনায় জুনিয়র ডাক্তাররা