তৃণমূলের বিজয় মিছিল ঘিরে উত্তপ্ত হাওড়ার ডোমজুড়। চলে লাগাতার ইট বৃষ্টি। এমনকী দাঁড়িয়ে থাকা অ্যাাম্বুল্যান্সেও হামলা চালানো হয় বলে অভিযোগ।
- Home
- West Bengal
- West Bengal News
- Panchayat Election Result 2023 LIVE: ২০/২০, পঞ্চায়েত ভোটে সব জেলা পরিষদে ফুটল ঘাসফুল, সবুজ ঝড়ে উড়ে গেল বিরোধীরা
Panchayat Election Result 2023 LIVE: ২০/২০, পঞ্চায়েত ভোটে সব জেলা পরিষদে ফুটল ঘাসফুল, সবুজ ঝড়ে উড়ে গেল বিরোধীরা
রাজ্যের ২২টি জেলায় ৩৩৯টি কেন্দ্রে কড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু হয়েছে। প্রত্যেক কেন্দ্রে এক কোম্পানি মোতায়েন করা হয়েছে। সঙ্গে থাকছে রাজ্য পুলিশও। বুধবার পর্যন্ত গণনা চলবে।
- FB
- TW
- Linkdin
গত ৩৫ দিনে ভাঙরে রাজনৈতিক হিংসার বলি ৪৭ জন। এমনকী গণনা পর্বেও প্রাণ খুইয়েছেন ৩ জন। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ২ আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজির। অশান্তি ঠেকাতে এবার ভাঙরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হল।
‘ভোট হিংসায় মৃতের সংখ্যা ৫০-এর কাছাকাছি এবং এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজীব সিনহা’, বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণার পর ফের খুন দক্ষিণ ২৪ পরগনায়। রায়দিঘির চাঁদপাশা এলাকা থেকে উদ্ধার তৃণমূল কর্মী বিপ্লব হালদারের ক্ষতবিক্ষত দেহ। অভিযোগের তির বিজেপির দিকে।
বুধবার নবান্নের সভাগৃহ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'আমি কী দোষ করেছি? আমার অপরাধটা কী? দোষ করলে শাস্তি দিন। কিন্তু এত কুৎসা! এত মিথ্যে! অপরাধ করলে মা-মাটি মানুষকে শাস্তি দিন, মেনে নেব। কিন্তু মিথ্যে সহ্য করব না। যখন বিরোধী ছিলাম তখনও মেরে মেরে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। এখন ক্ষমতায়, এখনও সেই অপমান।'
বিস্তারিত - 'দোষ করলে শাস্তি দিন, কিন্তু এত কুৎসা!', ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
এবারের পঞ্চায়েত নির্বাচনে নিজেদের শক্তিশালী ঘাঁটিতেই চারটি জেলায় জেলা পরিষদের কোনও আসনে জয় পেল না বিজেপি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো জেলায় বিজেপির সাংসদ রয়েছেন। তারপরও জেলা পরিষদে খাতা খুলতে পারল না বিজেপি।
পঞ্চায়েত ভোটের গণনার দিন বীরভূমে আবার তাজা বোমা উদ্ধার করা হল। সাঁইথিয়ার বাতাসপুর এলাকার একটি জঙ্গল থেকে বুধবার ১৫টি বোমা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে হানা দিয়ে তারা বোমার হদিশ পায়।
বীরভূমের গণনাকেন্দ্রে গণনার কাজে নিযুক্ত কর্মীদের লাঠিপেটা করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বীরভূমের রামপুরহাট ২ ব্লকের বিষ্ণুপুর রসমঞ্জরী হাই স্কুলে গণনাকর্মীদের রাতের খাবার ঠিক মতো দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রতিবাদ করলে তাঁদের লাঠিপেটা করা হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন কর্মীরা।
নিহত ১৯ জনের পরিবারকে হোমগার্ডের চাকরি, সঙ্গে আর্থিক সাহায্য়ের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
চলতি পঞ্চায়েত নির্বাচনে প্রথম কোনও রিটার্নিং অফিসারকে এজলাসে তলব। কীভাবে ব্যালট পেপার বাইরে বেরোয়? কৈফিয়ত চাইলেন বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার দুপুর দুটোয় পঞ্চায়েত রিটার্নিং অফিসারকে এজলাসে তলব। গণনা কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ সহ এজলাসে তলব।
ভোটে জেতার ১২ ঘন্টার মধ্যেই তৃণমূলে যোগ চার প্রার্থীর। কাটোয়ার শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতের ৩ সিপিএম এবং ১ বিজয়ী নির্দল প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। সিপিআইএম-এর দাবি সন্ত্রাসের কারণেই দল বদল।
বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতায় নেমেই মমতার সরকারকে নিশানা করেছে। ভোটের সন্ত্রাস নিয়ে আক্রনণ রবিশঙ্কর প্রসাদের। পাল্টা তোপ কুণালের।
বিস্তারিত - 'মমতার দল বাম দলগুলির রাজনীতি থেকেও কুৎসিত' -মন্তব্য রবিশঙ্কর প্রসাদের, হিংসা নিয়ে পাল্টা তোপ কুণালের
রাজ্য নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া পর্যাপ্ত নয় বলে জানালো হাইকোর্ট। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ তাই বলছে
দুপুর ২টো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী,
জেলা পরিষদ
- তৃণমূলের - ৭৫০
- বিজেপি - ৩০
- সিপিআইএম - ৩
- কংগ্রেস - ১১
- অন্যান্য -৩
পঞ্চায়েত সমিতি
- তৃণমূলের - ৭১৩০
- বিজেপি - ১০১০
- সিপিআইএম - ১৮০
- কংগ্রেস - ২৬০
- অন্যান্য - ১৭৫
গ্রাম পঞ্চায়েত
- তৃণমূলের - ৪২৪৭০
- বিজেপি - ৯৭৪০
- সিপিআইএম - ২৯৮০
- কংগ্রেস - ২৫৪৫
- অন্যান্য - ২৫৩৯
তৃণমূলের বিজয়মিছিল চলাকালীন কংগ্রেস কর্মীর বাড়ির সামনে বাজি ফাটানোকে কেন্দ্র করে বচসা শুরু হয়। ঘটনায় পিটিয়ে খুন করা হয় কংগ্রেস কর্মীকে। নিহতের নাম ফটিকূল হক। এই নিয়ে ভোট হিংসায় মৃত্যু বেড়ে ৪৫।
ভোটে বেলাগাম সন্ত্রাস নিয়ে সরব মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 'আমি হিংসার তীব্র বিরোধী। আমিও পঞ্চায়েত ভোট করেছি, কিন্তু রিগিং করতে দিইনি। আমি মানুষের রায়ে জিতব, জোর করে জিতে লাভ কী ? এটা অনির্দিষ্টকাল চলতে পারে না, মমতার সঙ্গে এই নিয়ে কথা বলব।' ভোট সন্ত্রাস নিয়ে প্রতিক্রিয়া মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।
পঞ্চায়েত নির্বাচন ঘিরে এত সন্ত্রাস কেন? তা খতিয়ে দেখতে রাজ্যে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সোমহারই চার সদস্যের প্রতিনিধি দল নিজে হাতে তৈরি করে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই দলের প্রতিনিধিরা বুধবার রাজ্যে পৌঁছেছে। একদিকে পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদে সবুজ ঝড়, অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্র করে হিংসায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে তখনই বাংলায় পৌছেছে বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। এদিনও ভাঙড়ে ভোট পরবর্তী সন্ত্রাসে তিন জনের মৃত্যু হয়েছে।
বিরোধীদের খড়কুটোর মত উড়িয়ে দিয়ে ২০টি জেলা পরিষদই নিজেদের দখলে রাখল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- ঘাসফুল শিবিরের জয় অব্যাহত রয়েছে। কোনও জেলা পরিষদেই দাঁত ফোটাতে পারেনি বিরোধীরা। নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়েক তৃণমূল নবজোয়ার কর্মসূচির পাশাপাশি জনসংযোগ যাত্রার কারণেই এই বিশাল সাফল্য কিনা তা নিয়ে কাটাছেঁড়া শুরু করতে পারে বিরোধী শিবির। যদিও বিরোধীদের অভিযোগ ভোট সন্ত্রাসের কারণেই এই সাফল্য তৃণমূলের ঘরে।
আইএসএফ সূত্রের জানা গেছে মৃত কর্মীর নাম হাসান আলি মোল্লা। তাদের আরও একজন কর্মীর মৃত্যু হয়েছে। দলের আরও চার জন কর্মী গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষের কারণে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়েছে।
Bhangar Violence: সন্ত্রাসের মুক্তাঞ্চল ভাঙড়ে এক ISF কর্মী-সহ মৃত ২, এলাকায় টহল বিশাল পুলিশ বাহিনীর
সোনারপুরে গণনাকেন্দ্রে মারধরে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি। যদিও অভিযোগ অস্বীকার করলেন বিধায়ক।