সংক্ষিপ্ত

রাজ্যজুড়ে শীতের আবহ তৈরি হলেও, সবজির বাজারে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না। বেশিরভাগ সবজির দরই চড়া। এরই মধ্যে ফের আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভিনরাজ্যে আলুর ট্রাক নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের কড়াকড়ি, বাধা অব্যাহত থাকলে সোমবার শুরু হচ্ছে ধর্মঘট। শনিবার এমনই হুঁশিয়ারি দিলেন আলু ব্যবসায়ীরা। এদিন হুগলির তারকেশ্বরে আলু ব্যবসায়ী সমিতি ভবনে হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বৈঠক ছিল। এই বৈঠকের পরেই ফের ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আলু ব্যবসায়ীদের অভিযোগ, বিভিন্ন রাজ্যে আলু পাঠানোর সময় ট্রাক আটকে দিচ্ছে পুলিশ। আলু নিয়ে যাওয়ার পথে ট্রাক চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। হিমঘর থেকে আলু বের করে ভিনরাজ্যে পাঠানো যাচ্ছে না। রাজ্য সরকার যদি ব্যবসায়ীদের স্বার্থে পদক্ষেপ না করে, তাহলে সোমবার রাত থেকেই ধর্মঘট শুরু করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের আশা, সরকার তাঁদের দাবি বিবেচনা করবে।

ফের বাড়বে আলুর দাম?

আলু ব্যবসায়ীদের দাবি, কলকাতা এবং জেলাগুলিতে আলুর দাম কিছুটা কমেছে। কিন্তু এরই মধ্যে ভিনরাজ্যে আলু সরবরাহ করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছেন তাঁরা। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তীশগড়, অসমে আলু সরবরাহ করা যাচ্ছে না। এই কারণে ফের সমস্যা তৈরি হয়েছে। আলু ব্যবসায়ীরা সোমবার রাত থেকে ধর্মঘট শুরু করলে রাজ্যের বিভিন্ন বাজারে আলু সরবরাহ বন্ধ হয়ে যাবে। ফলে স্বাভাবিকভাবেই আলুর দাম অনেক বেড়ে যাবে।

কী পদক্ষেপ সরকারের?

এ বছরের অগাস্টেই আলু ব্যবসায়ীরা ধর্মঘট করেন। সেই সময় আলুর দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে নবান্নে আলু ব্যবসায়ীদের সংগঠনের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকার। এরপর ভিনরাজ্যে আলু সরবরাহ শুরু হওয়ায় দাম কিছুটা কমে। কিন্তু এখন পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করছেন আলু ব্যবসায়ীরা। ফলে তাঁরা ফের ধর্মঘটের পথে হাঁটার হুঁশিয়ারি দিচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আলুর দামে রাশ টানতে টাস্কফোর্সের জরুরি বৈঠক, মমতার পথেই সিদ্ধান্ত আলু রফতানি নিয়ে

বাজার থেকে দাম দিয়ে কিনে আনছেন নকল চন্দ্রমুখী! বাজারে দেদার বিক্রি হচ্ছে নকল আলু?

ঠিক এভাবেই মাত্র এক মিনিটে চিনেনিন কোনটা নকল আলু, নকল আলু খাওয়ার বিপদগুলি জেনেনিন