- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: নিম্নচাপ বাংলাদেশে গেলেও দুর্যোগের আশঙ্কা রয়েছে, দিনভরই বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
Weather Update: নিম্নচাপ বাংলাদেশে গেলেও দুর্যোগের আশঙ্কা রয়েছে, দিনভরই বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
Weather Update: নিম্নচাপ বাংলাদেশে চলে গিয়েছে। শক্তি এখনও অটুট রয়েছে। তবে বঙ্গে এখনই দুর্যোগ কাটছে না। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাব দুই বঙ্গে।

নিম্নচাপের বৃষ্টি
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারালেও বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
নিম্নচাপের অবস্থান
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে রয়েছে বাংলাদেশে। সেটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। এই সিস্টেমের জন্য আজ এই রাজ্যে কোনও আবহাওয়া সতর্কতা নেই।
বৃষ্টি কমবে
হাওয়া অফিসের পূর্বাভাস বৃষ্টি কিছুটা কমবে। কিন্তু অস্বস্তি আবারও ফিরে আসবে।
চার জেলায় বৃষ্টি
শুক্রবার কলকাতা -সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামিকাল বীরভূম, মুর্শিদাবাদ আর দুই বর্ধমনে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টি
উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহারে প্রচুর বৃষ্টি হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার থেকে আবারও বৃষ্টি
শনিবার উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গেই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার তাপমাত্রা
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৭ ডিগ্রির আশেপাশি রয়েছে।
রাজ্যের উষ্ণ এলাকা
এদিন উত্তরবঙ্গের উষ্ণ এলাকা রায়গঞ্জ,৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস ও দক্ষিণবঙ্গের উষ্ণ এলাকা কলাইকুন্ডার তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি।
বৃষ্টির ক্ষতি
হাওয়া অফিস থেকে জরি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় ফসলের ক্ষতি হতে পারে। পশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বঙ্গে বর্ষা
এবার আগাম বর্ষা বঙ্গে। উত্তরবঙ্গে গতকালই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে।

