- Home
- West Bengal
- West Bengal News
- প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি দেবে বিকেলের ঝড়বৃষ্টি? শনিবার থেকেই হাওয়া বদল দক্ষিণবঙ্গে
প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি দেবে বিকেলের ঝড়বৃষ্টি? শনিবার থেকেই হাওয়া বদল দক্ষিণবঙ্গে
weather update of Bengal: গত কয়েক দিন থকেই প্যাচপ্যাচে গরমে নজিহাল দক্ষিণবঙ্গ। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে ঝড়বৃষ্টি হলেও আপাতত রেহাই নেই অস্বস্তিকর গরম থেকে।

অস্বস্তিকর অবহাওয়া
সকাল থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকায় অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। প্যাচপ্যাচে গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে।
কাটবে কি অস্বস্তিকর আবহাওয়া
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষদের একটাই প্রশ্ন করে এই অস্বস্তিকর অবস্থা কাটবে, স্বস্তির বৃষ্টি আসবে।
অস্বস্তি থাকবে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত অস্বস্তি কাটার কোনও লক্ষণ নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কালবৈশাখীর মত পরিস্থিতি তৈরি হতে পারে।
ঝড়বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন বিকেলের দিকে দুটি জেলা নদিয়া আর মুর্শিদাবাদে কালবৈশাখীর মত পরিস্থিতি তৈরি হতে পারে।
বিকেলে বৃষ্টি
বিকেলের দিকে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিন্তু তাতে এই অস্বস্তিকর গরম থেকে রেহাই পাওয়া যাবে না।
কাল থেকে ঝড়বৃষ্টি
শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কোথায় কোথায় শিলাবৃষ্টিও হতে পরে। ঝড়ের গতিবেগ থাকবে ৩০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
কলকাতার তাপমাত্রা
এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি বেশি।
সর্বোচ্চ তাপমাত্রা
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ ৭৫ শতাংশেরও বেশি। যার কারণেই এই অস্বস্তি।
সোমবার পর্যন্ত বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের কথায় সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হবে।
উত্তরবঙ্গে বৃষ্টি
সর্বত্র আজ কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।
ঝড়ের সম্ভাবনা
ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।
বর্ষা আসছে
মৌসম ভবনের পূর্বাভাস এবার সময় মতই বর্ষা আসবে ভারতীয় মূলভূখণ্ডে।

