- Home
- West Bengal
- West Bengal News
- নির্যাতিতার দেহ থেকে পাওয়া তরলে কার DNA মিলল? রিপোর্ট নিয়ে সিবিআইকে তুলোধনা আন্দোলনকারীদের
নির্যাতিতার দেহ থেকে পাওয়া তরলে কার DNA মিলল? রিপোর্ট নিয়ে সিবিআইকে তুলোধনা আন্দোলনকারীদের
নির্যাতিতার দেহ থেকে পাওয়া তরলে কার ডিএনএ মিলল? রিপোর্ট নিয়ে সিবিআইকে তুলোধনা আন্দোলনকারীদের
| Published : Nov 05 2024, 10:54 AM IST / Updated: Nov 05 2024, 10:55 AM IST
- FB
- TW
- Linkdin
আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের নিশানায় এবার সিবিআই। তদন্ত নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট আন্দোলনকারীরা।
এবার সিবিআইয়ের বিরুদ্ধে ১০টি প্রশ্ন তুলে ধরলেন আন্দোলনকারী চিকিৎসকেরা। এতে বলা হয়েছে, “ নির্যাতিতার দেহ থেকে যে তরল পাওয়া গিয়েছিল আদৌ সে তরলের পরীক্ষা করা হয়েছে?”
এ ছাড়াও চিকিৎসকেরা প্রশ্ন করেছেন," ডিএনএ পরীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে যে নির্যাতিতার দেহে অভিযুক্তের লালারস মিলেছে। তাহলে সেই রিপোর্টে কেন তরল পদার্থের উল্লেখ নেই?"
এ ছাড়াও চিকিৎসকেরা প্রশ্ন করেন, “ ৯ অগস্ট ময়নাতদন্তের সময় নমুনা সংগ্রহ করা হলেও কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে তা পাঠানো হয় ১৪ অগস্ট। এত সময় লাগল কেন?”
৯ অগাস্ট গ্রেফতার করা হয় সঞ্জয়কে কিন্তু ১২ অগাস্ট ব্যারাক থেকে রক্তমাখা পোশাক বাজেয়াপ্ত করা হয় কেন? নির্যাতিতার নখ থেকে অভিযুক্তের টিস্যু পাওয়া গিয়েছে? যদি না থাকে তা চার্জশিটে লেখা হয়নি কেন?
এইআইআর দায়ের করার আগেই কী করে অভিযুক্তকে গ্রেফতার করা হল? কেন নির্যাতিতার বাবা মা হাসাতালে পৌঁছানোর তিন ঘণ্টা পরে নির্যাতিতার দেহ দেখতে পান?
সোমবার শিয়ালহ আদালতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে, ১১ নভেম্বর থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রটের এজলাসে রোজ শুনানি হবে। অন্যদিকে প্রিজম ভ্যান থেকে চিৎকার করে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন অভিযুক্ত সঞ্জয়। তাকে ফাঁসানো হয়েছে বলেই দাবি করেছে সঞ্জয়।