- Home
- West Bengal
- West Bengal News
- কেন বিয়ে করেননি দিলীপ ঘোষ? বিজেপি নেতার ব্যক্তিগত এই খবর শুনলে মাথা ঘুরে যাবে
কেন বিয়ে করেননি দিলীপ ঘোষ? বিজেপি নেতার ব্যক্তিগত এই খবর শুনলে মাথা ঘুরে যাবে
রাজ্যে বিজেপির জমি শক্ত করার পিছনে তাঁর ভূমিকা শাসক দল তৃণমূলও অস্বীকার করতে পারবে না। চাঁচাছোলা ভাষায় তাঁর বক্তব্যে কাঁপে তাবড় নেতার গদি। সেই বিজেপি নেতা দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই বিশেষ কিছু জানেন না। কেন বিয়ে করেননি তিনি? জানেন?

দিলীপ ঘোষ মানেই বিতর্ক। দিলীপ ঘোষ (Dilip Ghosh) মানেই কথায় কথায় ‘রগড়ে’ দেওয়া। চাঁচাছোলা ভাষায় বিরোধীদের আক্রমণ।
অথচ এই দিলীপ ঘোষই নাকি ছেলেবেলায় লাজুক ছিলেন! মজে থাকতেন খেলাধুলোয়। মাঠে সবাইকে একসঙ্গে নিয়ে ‘টিম গেমে’ অসাধারণ পারদর্শী ছিলেন তিনি।
শুধু কি তাই! ছোট থেকেই কারওর অন্যায় কথাবার্তা একেবারেই মানতে পারতেন না। বরং মুখে মুখে ঠোঁটকাটা জবাব দিতেই পছন্দ করত কিশোর দিলীপ।
কিশোরবেলায় কি মনে বসন্তের রং লেগেছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিরও? প্রেমে পড়েছিলেন? তবে বিয়েটা করা হয়নি। কেন বিয়ে করেননি?
তৎকালীন পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে জন্ম দিলীপ ঘোষের। সেখানেই বেড়ে উঠেছেন তিনি।
একা নয়, ভাইদের হাত ধরেও মাঠে নিয়ে যেতেন। দিনের বেশিরভাগ সময়টা কেটে যেত মাঠেই।
এর মাঝে আর প্রেমে পড়া হয়নি তাঁর। গ্রামের কোনও কিশোরী তাঁর মনে দোলা দিতে পারেনি।
সম্প্রতি এই নিয়ে কথা বলেন দিলীপ-জননী পুষ্পলতা ঘোষ এবং ভাই হীরক ঘোষ।
দিলীপবাবুর মা বলছেন, “কোনও মেয়ের সঙ্গে কথাই বলত না। প্রেম-ভালোবাসা হবে কী করে!”
তাহলে বিয়ে করলেন না কেন? বাড়ি থেকে বিয়ের চাপ দেননি ছেলেকে? পুষ্পলতাদেবী বলেন, ‘এরপর ও আরএসএসে চলে গেল। ওখানে তো সবাই অবিবাহিত। এরপর থেকে আর বাড়িতেও আসতো না’। বাড়িতে না আসলেও নিয়ম করে মায়ের ওষুধ পাঠিয়ে দেন বিজেপি নেতা। মা ঠিকমতো ওষুধ পেলেন কিনা তার খোঁজ নিতেও ভোলেন না।

