সংক্ষিপ্ত

Birbhum Incident: অভিযোগ, এলাকার মহিলারা তিনজনকে ঝাঁটাপেটা করেন। লাঠি দিয়েও মারধর করা হয়। ঋণ (loan) নেওয়া টাকা পরিশোধ করা হয়েছে আগেই। কিন্তু ওই সংস্থার তরফে দাবি করা হচ্ছে, টাকা শোধ হয়নি। কেন এমনটা করা হল? 

Dubrajpur News: বীরভূমের দুবরাজপুরে ঋণের কিস্তি নিয়ে ধুন্ধুমার কাণ্ড। ঋণ পরিশোধ করার পরেও ফের টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠল বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার (Private Lending Organization) বিরুদ্ধে। আর এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সংস্থার দুই এজেন্টকে (Agent) ঝাঁটাপেটা করলেন স্থানীয় মহিলারা। পরে থানায় মুচলেকা দিয়ে ছাড়া পান ওই দুই কর্মী। দুবরাজপুর পুরসভার (Dubrajpur Municipality) ১ নম্বর ওয়ার্ডের কিছু পরিবার একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিল। অভিযোগ, সেই টাকা পরিশোধ করে দেওয়ার পরেও বারবার টাকা চাওয়া হচ্ছিল ওই প্রতিষ্ঠানের তরফ থেকে। সোমবার সন্ধ্যায় ওই সংস্থার দুই কর্মী টাকা আদায়ের জন্য এলাকায় গেলে ঘটনার সূত্রপাত। ওইসব পরিবারের দাবি, তাদের কথা মানা হয়নি। বরং ‘বকেয়া’ সব টাকা মিটিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া চলতে থাকে। এরপরেই ওই দুই কর্মীর সঙ্গে বচসা শুরু হয় স্থানীয়দের।

এরপরই ওই দুই কর্মীকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। তাঁদের আটকে রাখা হয় এলাকায়। ওই সংস্থার আরও এক কর্মী সেখানে গেলে, তাঁকেও ধরে রাখা হয়। অভিযোগ, এলাকার মহিলারা তিনজনকে ঝাঁটাপেটা করেন। লাঠি দিয়েও মারধর করা হয়। ঋণ (loan) নেওয়া টাকা পরিশোধ করা হয়েছে আগেই। কিন্তু ওই সংস্থার তরফে দাবি করা হচ্ছে, টাকা শোধ হয়নি। কেন এমনটা করা হল? সেই প্রশ্ন ওঠতেই প্রতিক্রিয়া মেলেনি ওই সংস্থা থেকে। ঋণ প্রদানকারী সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা কিস্তির টাকা নিয়েও অফিসে জমা করেননি বলেই বাকি পড়ে রয়েছে ঋণের টাকা। টাকা দাবি করে ঘরের দরজা ভেঙে ফেলতে গিয়েছেন বলে অভিযোগও উঠেছে এজেন্টদের বিরুদ্ধে। যদিও সেসব প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি ওই সংস্থার কর্মীদের কাছ থেকে।

ঘটনার খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই তিন কর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান ওই সংস্থার কর্মীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।