রাহুলের টি-শার্টের সমালোচনায় অমিত শাহ, ইতিহাস পড়ার পরামর্শ কংগ্রেস নেতাকে
Sep 10 2022, 08:37 PM ISTকংগ্রেসের ভারত জোড়ো যাত্রানিয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেন কংগ্রেস নেতারা শুধুনাত্র ভোটব্যাঙ্কের রাজনীতি করতে পারে। তিনি রাহুল গান্ধীকে নিশানা করে বলেন, এক নেতা একবার বলেছিলেন ভারত একটি জাতি নয়। কিন্তু এখন সেই নেতাই বিদেশী টি-শার্ট পরে দেশকে একত্রিত করাতে বেরিয়েছেন!