মুর্শিদাবাদ জেলার ৭ পুরসভার এবার নির্বাচন হয়েছে। এগুলি হল জঙ্গিপুর পুরসভা, ধুলিয়ান পুরসভা, কান্দি পুরসভা, মুর্শিদাবাদ(সদর) পুরসভা, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা, বহরমপুর পুরসভা, বেলডাঙা পুরসভা। এদিকে নদিয়া জেলার ১০টি পুরসভায় এবার নির্বাচন হয়েছে। এগুলি হল নবদ্বীপ পুরসভা, কৃষ্ণনগর পুরসভা, রানাঘাট পুরসভা, তাহেরপুর নোটিফায়েত এরিয়া, শান্তিপুর পুরসভা, বীরনগর পুরসভা, কল্যাণী পুরসভা, হরিণঘাটা পুরসভা, চাকদহ পুরসভা, গয়েশপুর পুরসভা।