শনিবার আইএসএল ২০২১-২২ (ISL 2021-22) -এর প্রথম ডার্বি (Derby)। মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan vs SC East Bengal)। প্রথম ম্য়াচে জয় পেয়েছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দল। অপরদিকে ড্র দিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ম্যানুয়েল দিয়াসের (Manuel Diaz) দলকে। ডার্বি আগে কী বলেন লাল-হলুদ কোচ। জেনে নিন বিস্তারিত।