SSC scam: নিয়োগপত্রে কে দিয়েছে? জানতে পার্থ-শান্তিপ্রসাদ-কল্যাণময়কে এক টেবিলে বসিয়ে জেরা করতে চায় CBI
Sep 17 2022, 05:45 PM ISTস্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একদম শিকড়ে পৌঁছাতে চাইছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আর সেই কারণেই ধৃত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্য শিক্ষাপর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা- তিন জনকে একসঙ্গে বসিয়ে জেরা করতে করে চায়।