By Election-'সিপিএম-র আছেটা কী, তন্ময় ভট্টাচার্য কোথাকার ভোটার', বিস্ফোরক পার্থ
Oct 30 2021, 05:41 PM IST'তন্ময় ভট্টাচার্যকোথাকার ভোটার প্রত্যেকবার নাটক করেন। সিপিএমর আছেটা কী',বলে এদিনউপনির্বাচন চলাকালীনই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে তোপ দাগলেন পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, ভোটের দুপুরেখড়দহে দুস্কৃতিদের দ্বারাআক্রান্ত হন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য।