প্রেগন্য়ান্ট আলিয়া, মা হওয়ার পর কি শেষ বলি কেরিয়ার, কী বলছেন স্বামী রণবীর কাপুর?
Jul 11 2022, 06:50 PM ISTবলিউড কাপলদের মধ্যে সর্বদাই নজর কাড়েন রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রেমিক-প্রেমিকার ট্যাগলাইন এখন অতীত। ওরা বিবাহিত, ওরা স্বামী-স্ত্রী, এটাই এখন ওদের পরিচয়। দুই পরিবারের উপস্থিতিতেই চার হয়েছে রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের। তবে বিয়ের পর কেমন কাটছে নতুন জীবন, তাদের প্রতিটা জিনিস জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। রবিবার ভোরবেলায় মুম্বইয়ে ফিরেছেন আলিয়া ভাট। এত দিনের শুটিং শেষ করে বাড়ি ফিরেছেন আলিয়া। এখন আর কোনও নতুন কাজ নয়, আপাতত শুধু দিন গোনার পালা। খুব শীঘ্রই মা হতে চলেছেন আলিয়া ভাট। বিয়ের কয়েকমাসের মধ্যেই মা হওয়ার খবরে হৈ চৈ পড়ে গিয়েছে টিনসেল টাউনে। সূত্র বলছে, এখন আর নতুন কোনও ছবির চুক্তিতে সই করছেন না আলিয়া। তবে সন্তানের জন্য বলি কেরিয়ার থেকে বিরতি নিচ্ছেন আলিয়া ভাট। সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুললেন আলিয়ার স্বামী রণবীর কাপুর।