গর্ভাবস্থায় নিয়মিত লিপস্টিক লাগাচ্ছেন? জেনে নিন এই সময় লিপস্টিক ব্যবহার নিরাপদ কি না
Aug 11 2022, 06:22 PM ISTগর্ভধারণ থেকে সন্তানের জন্ম দেওয়া, পুরো সময়টা প্রতি পদক্ষেপে সতর্ক থাকতে হয় মেয়েদের। নিয়ম করে খাওয়া দাওয়া, ওষুধ, এক্সারসাইজ তো আছেই সঙ্গে খেয়াল রাখতে হয় সাজগোজের দিকে। জানেন কি এই সময় ব্যবহৃত মেকআপ কিট থেকে ক্ষতি হতে পারে বাচ্চার। আজ রইল কয়টি মেকআপ কিটের হদিশ। যেগুলো গর্ভস্থ বাচ্চার ক্ষতি করতে পারে।