অবশেষে অধরা স্বপ্নপূরণ, কমনওয়েলথে প্রথম সোনা জিতলেন পিভি সিন্ধু
Aug 08 2022, 02:58 PM ISTকমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সোনা জিতললেন (Gold Medal) পিভি সিন্ধু (PV Sindhu)। ফাইনালে কানাডার মিশেল লিকে ২১-১৫, ২১-১৩ ব্যবধানে হারিয়ে কমনওয়েলথে প্রথম সোনা জিতলে ভারতীয় তারকা শাটলার।